Breaking News

বাংলাদেশ ও ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে মাস সেরা হওয়ার দৌরে জিম্বাবুয়ের ‘রাজা’

বাংলাদেশ ও ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে মাস সেরা হওয়ার দৌরে জিম্বাবুয়ের ‘রাজা’। গত আগস্ট মাসটা স্বপ্নের মতো কেটেছে সিকান্দার রাজার। ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন।

পরপর দুই সিরিজে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে করেছেন তিন সেঞ্চুরি।  এই পারফরম্যান্সই তাকে জায়গা করে দিয়েছে আইসিসির আগস্ট মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায়।

যাতে রাজার সঙ্গী হয়েছেন ইংলিশ টেস্ট অধিনায়ক বেন স্টোকস এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ১৩৫ এবং ১১৭ রানের ঝলমলে ইনিংস।

তার ব্যাটেই ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে জিম্বাবুয়ে।  এরপর ভারতের বিপক্ষেও ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলেন ১১৫ রানের দারুণ ইনিংস।

ম্যাচটি জিততে জিততে হেরে যায় জিম্বাবুয়ে। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোককস গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্টে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি।

ইনিংস ব্যবধানে হারের পর ম্যানচেস্টার টেস্টে করেন ১০৩ রান। বল হাতে নেন ৩ উইকেট। আর নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার অলরাউন্ড পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ছয়টি জয় এনে দিয়েছেন।

গত মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আট ম্যাচ খেলা নিউজিল্যান্ড জিতেছে ছয়টিতে। মেয়েদের সেরার তালিকায় আছেন ভারতের জেমিমা রদ্রিগেজ, অস্ট্রেলিয়ার বেথ মুনি ও তাহলিয়া ম্যাকগ্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *