Breaking News

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলকের সামনে দাঁড়িয়ে ‘সাকিব’

বাংলাদেশ-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বুধবার (১ মার্চ)। আসন্ন এই সিরিজে মাত্র ৬টি উইকেট শিকার করলেই প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মালিক হবেন সাকিব আল হাসান।

এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আগামীকাল ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন সাকিব। এখন পর্যন্ত ওয়ানডেতে ২২৪ ম্যাচে ২৯৪ উইকেট শিকার করেছেন তিনি।

যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। সাকিবের পর দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছেন যথাক্রমে- সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।

মাশরাফি ২১৮ ম্যাচে ২৬৯ ও রাজ্জাক ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট নিয়েছেন। চতুর্থ স্থানে আছেন পেসার মোস্তাফিজুর রহমান। ৮২ ম্যাচে ১৪১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *