Breaking News

নাজমুল হোসেন শান্তর সামর্থ্য নিয়ে কোন সন্দেহ নেই: নান্নু

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল নিয়ে ঘুরেফিরে একটি নামই আলোচনায় এসেছে বারবার। দল ঘোষণার পর থেকেই নাজমুল হোসেন শান্তর অন্তভুক্তির সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরাম অবশ্য বলেছিলেন শান্ত ইমপ্যাক্টফুল ক্রিকেটার। সবশেষ আজ বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও জানালেন শান্তর যথেষ্ট সামর্থ্য রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পরে নাজমুল হোসেন শান্ত খেলেছেন তিন ম্যাচ। যেখানে প্রথম ম্যাচের পর আর কোন ম্যাচে ব্যাট হাতে ১০০ স্ট্রাইকরেটে ব্যাট করতে পারেননি এই ওপেনার।

তাই আবারও ঘুরেফিরে আলোচনায় আসছে বাঁহাতি ব্যাটারের নামটা। আজ শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচক নান্নু। সেখানে তিনি সবাইকে অনুরোধ করেছেন শান্তকে সাহস যোগাতে,

উৎসাহ পেলে সে আরও ভালো খেলবে বলে বিশ্বাস সাবেক এ ক্রিকেটারের। এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘শান্ত কিন্তু বাকি দুটি ফরম্যাটেও খেলে। ঘরোয়া ক্রিকেটং যথেষ্ট ভালো পারফর্মার।

ওর যথেষ্ট সামর্থ্য আছে। আমাদের ম্যানেজমেন্টের যেকোনো কোচকে যদি জিজ্ঞেস করেন বর্তমান খেলোয়াড়দের ব্যাপারে, বেসিক নিয়ে কথাবার্তা হলে ওর কথা সবার আগে আসবে।

নান্নু যোগ করেন, ‘একটা খেলোয়াড়কে নিয়ে যেভাবে আপনারা আলোচনা করেন তা না করে খেলোয়াড়কে সাহস দিন, দেখবেন সামনে আরও ভালো করবে।

বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছেন। ক্রাইস্টচার্চ থেকে আগামীকাল সকালে ব্রিসবেনের উদ্দেশে কিউইদের দেশ ত্যাগের কথা রয়েছে সাকিব আল হাসানের দলের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে বাংলাদেশের। যার প্রথমটিতে আফগানিস্তানের বিপক্ষে ১৭ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ।

এরপর শেষ ম্যাচে ১৯ তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের মূল লড়াইয়ে ২৪ তারিখ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *