Breaking News

তৌহিদ হৃদয়ের ৮৫ রানে ভর করে রংপুরকে ১৭১ রানের লক্ষ্য দিলো সিলেট

তৌহিদ হৃদয়কে আউট করাই যেন বোলারদের জন্য এবারের বিপিএলে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই চ্যালেঞ্জে আজ জয়ী হতে পারলেন না কেউই। ফলে তৌহিদ তুলে নিয়েছেন আসরে নিজের পঞ্চম ফিফটি।

ক্যারিয়ার সেরা ৮৫ রানের ইনিংস খেলে থেমেছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েই। শনিবার তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মুশফিকুর রহিম। আসরে নিজের প্রথম অর্ধশতক স্পর্শ করেছেন তিনি।

শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫ চার ৩ ছক্কায় ৩৫ বলে ৫৫ রানে। দুজনের যুগলবন্দীতে আসে ৬০ বলে হার না মানা ১১১ রান। সুবাদে ২ উইকেট হারিয়ে ১৭০ রানের সংগ্রহ পেয়েছে তার দল সিলেট স্ট্রাইকার্সও।

যদিও টসে হেরে ব্যাট করতে নেমে নড়বড়ে ছিল সিলেটের শুরুটা, রান তোলার ধীর গতির মাঝেই ৮.২ ওভারে ৪৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি। হাসান মাহমুদের শিকার হয়ে ২২ বলে ১৫ রান করে ফেরেন নাজমুল হোসেন শান্ত।

৭ রান করে ফেরেন জাকির হাসানও। দলের রান তখন ১০.৪ ওভারে ২ উইকেটে ৫৯ রান। তবে এরপর আর উইকেটের দেখা পায়নি রংপুর রাইডার্স।

ভাঙন ধরাতে পারেনি হৃদয়-মুশফিকের জুটিতে। রংপুরের হয়ে একটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও শেখ মেহেদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *