Breaking News

ঢাকা টেস্টে বাংলাদেশের বোলিং তোপে ৩৯ ওভারেই অলআউট ‘আফগানিস্তান’

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা মোটেও সুখকর ছিল না বাংলাদেশ দলের জন্য। কেননা আগের দিনের ৫ উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নেমে দলীয় স্কোরবোর্ডে ২০ রান তুলতেই ৩৮২ রানে অল-আউট হয়ে যায় টাইগাররা।

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান দলও হোঁচট খেয়ে বসে। টাইগার বোলারদের তোপে প্রথম ইনিংসে তারা সংগ্রহ করেছে মোটে ১৪৬ রান। সফরকারীদের ফলোঅনে না পাঠিয়ে ফের ব্যাট করতে নামে বাংলাদেশ দল।

যদিও আফগানদের ফলো অন এড়াতে প্রয়োজন ছিল ১৮২ রান। তবে সেটা করতে পারেনি দলটির ব্যাটাররা। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে দলীয় ১৮ রানে ওপেনার ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে দেন পেসার শরীফুল ইসলাম।

এরপর মাথা তুলে দাঁড়ানোর আগে আবারো আঘাত হানেন এবাদত হোসেন। এবার ফিরিয়ে দেন আরেক ওপেনার আব্দুল মালেককে ব্যক্তিগত ১৭ রানে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে রহমত শাহকে ফেরার আবার এবাদত।

লাঞ্চ থেকে ফিরেও ভাগ্য বদলাতে পারেনি আপগানরা। দলীয় ৫১ রানের মাথায় অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদীকে ফিরিয়ে দেন শরীফুল। এরপর অবশ্য বড় জুটির আভাস দিচ্ছিলেন নাসির জামাল-আফসার জাজাই।

তবে ব্যক্তিগত ৩৫ রানে নাসির এবং ৩৬ রানে ফিরে যান জাজাই। এরপর অবশ্য দ্রত ফিরে যান ইয়ামিন আহমেদযায় এবং আমির হামযা। ৮ উইকেট হারিয়ে দলীয় রান তখন আফগানদের ১২৮। ফলো-অনের সংখ্যা তখন উঁকি দিচ্ছে।

তবে করিম জানাত লড়ে যাচ্ছিলেন সেটা এড়াতে। তবে নবম উইকেট হিসেবে ফেরেন নিজাত মাসুদ। অবশ্য শেষ রক্ষাও হয়নি আফগান ব্যাটার জানাতের, ফিরে যান ২৩ রান করেই মিরাজের বলে আউট হয়ে। এই উইকেটের মাধ্যমে মিরাজ পূর্ণ করেন টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *