Breaking News

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়তে বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দাপট ধরে রেখেছে বাংলাদেশ। টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১১৭ রানে অলআউট হয় সফরকারীরা।

ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জিতে ইতিহাস গড়তে বাংলাদেশকে করতে হবে ১১৮ রান। রোববার (১২ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড।

তাসকিন আহমেদ প্রথম ওভারে ১০ রান দিলেও নিজের দ্বিতীয় ওভারে মালানকে ফেরালেন তিনি। অফ স্টাম্পের বাইরের বলে স্ল্যাশ করতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ তুলেছেন, হাসান মাহমুদ ভুল করেননি।

১৬ রানেই প্রথম উইকেট হারিয়েছে ইংল্যান্ড। তাসকিনের পর বাংলাদেশকে সাফল্য এনে দেন সাকিব। ফিল সল্টকে সরে যেতে দেখে সাকিব বলটি করলেন অফ স্টাম্পের ওপর।

সে বলে আবার টার্নের সঙ্গে ছিল বাউন্স। ভড়কে গিয়ে সেটিতেই ফিরতি ক্যাচ দিয়েছেন সল্ট। সল্টের বিদায়ের পর বাটলারকে আউট করেন হাসান মাহমুদ। বাটলারের পর মঈন আলীকে ফেরান একাদশে সুযোগ পাওয়া মিরাজ।

মঈন আলীর পর কারানকেও ফেরান তিনি। কারানকে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসতে দেখে লাইন পরিবর্তন করেন মিরাজ, শেষ মুহূর্তে আর নিজের অবস্থান ঠিক করতে পারেননি কারান। স্টাম্পড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *