Breaking News

টি-টোয়েন্টিতে ফিরেই ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারসেরা বোলিং মিরাজের

টেস্ট আর ওয়ানডেতে নিয়মিত হলেও টি-টোয়েন্টি দলে মেহেদি হাসান মিরাজ ফার্স্ট চয়েজ নন। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে একাদশের বাইরে ছিলেন অফস্পিনিং এই অলরাউন্ডার।

এবার মিরপুর শেরে বাংলার পিচের চরিত্র মাথায় রেখে একাদশে ফেরানো হলো মিরাজকে, প্রত্যাবর্তনেই তিনি দেখালেন ঝলক। ইংল্যান্ডকে রীতিমত আতঙ্কে রাখা এই স্পিনার আজ করেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং।

২০২২ সালের সেপ্টেম্বরে আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ে ৩ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। সেটিই এতদিন ছিল এই ফরম্যাটে মিরাজের সেরা বোলিং।

আজ মিরাজের ঘূর্ণির সামনে কুপোকাত হয়ে পড়ে ইংল্যান্ড। শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নরা অলআউট হয়েছে মাত্র ১১৭ রানে।মিরাজ ৪ ওভার বল করেছেন।

মোটে ১২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আউট করেছেন মঈন আলি, স্যাম কারান, ক্রিস ওকস আর ক্রিস জর্ডানকে। এর মধ্যে কারান আর ওকসকে যেভাবে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন, এক কথায় ছিল দুর্দান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *