Breaking News

টি-টোয়েন্টিতে আইসিসির বর্ষসেরা মনোনয়ন পেলেন যারা

২০২২ সাল এখন শেষের পথে। সময় হয়েছে বর্ষসেরা ক্রিকেটারদের তালিকা তৈরির। এ বছর এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। বছরজুড়ে আলো ছড়িয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।

তাদের মধ্য থেকে এবার বর্ষসেরা পারফর্মার বেছে নিতে শুরু করেছে আইসিসি। প্রকাশ করা হয়েছে সংক্ষিপ্ত তালিকা।
টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব

, পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়া ইংল্যান্ডের স্যাম কারেন এবং জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। এ বছর ৩১ ম্যাচ খেলে ১১৬৪ রান করেছেন সূর্যকুমার যাদব।

ছক্কা মেরেছেন ৬৮টি। বিশ্বকাপে তিনি ১৮৯.৬৮ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন। ৬ ইনিংসে ফিফটি করেছেন দুটি। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান এ বছর টি-টোয়েন্টিতে ব্যাপক সুনাম কামিয়েছেন।

২৫ ম্যাচে তার সংগ্রহ ৯৯৬ রান। ফিফটি করেছেন ১০টি। এ ছাড়া উইকেটের পেছনে গ্লাভস হাতে নিয়েছেন ২৫টি ক্যাচ। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক স্যাম কারেন এ বছর ১৯ ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন।

বিশ্বকাপ ফাইনালে ১২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। এ ছাড়া ৩৬ বছর বয়সী জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা এ বছরটা কাটিয়েছেন স্বপ্নের মতো। ২৪ ম্যাচে করেছেন ৭৩৫ রান।

উইকেট নিয়েছেন ২৫টি। তার সৌজন্যেই প্রথমবারের মতো বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠেছিল জিম্বাবুয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *