Breaking News

‘আর্জেন্টিনা’ টানা পাঁচ ম্যাচ হেরে শূন্য হাতে দেশে ফিরছে

বাংলাদেশে পা রাখার পর থেকেই আর্জেন্টিনা দলটির ওপর গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ দর্শকদের আলাদা নজর ছিল। দলটির কোচ রিকার্ডো আকুনিও নূন্যতম একটি জয়ের স্বপ্ন দেখেছিলেন।

তবে, দলটির কোচের সেই স্বপ্ন পূরণ হলো না। টানা পাঁচ ম্যাচ হেরে শূন্য হাতে দেশে ফিরতে হচ্ছে আর্জেন্টিনাকে। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি আসরে গ্রুপপর্ব থেকে আগেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা।

রোববার (১৯ মার্চ) পোল্যান্ডের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচেও পরাজয়ের তিক্ত স্বাদ পায় আর্জেন্টিনা। সেই ম্যাচে পোল্যান্ড ৮৬-৩৪ পয়েন্টে হারিয়েছে আর্জেন্টিনাকে।

পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও পোল্যান্ড উভয় দলই নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচ খেলতে ম্যাটে নামে। শুরু থেকেই দাপট দেখিয়ে একতরফাভাবে খেলে ম্যাচটি জিতে নেয় ইউরোপের দল পোল্যান্ড।

এই জয়ে গ্রুপপর্বে ৫ ম্যাচ খেলে ৪ হার ও ১ জয়ে পোল্যান্ডের সংগ্রহ ২ পয়েন্ট। অন্যদিকে, ৫ ম্যাচের ৫টিতে হেরে কোনো পয়েন্ট সংগ্রহ ছাড়াই আসর শেষ করে আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *