Breaking News

চমক দিয়ে দল ঘোষণা নেইমারের ব্রাজিলের, জায়গা হয়নি জেসুসের

চমক দিয়ে দল ঘোষণা নেইমারের ব্রাজিলের। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ফ্রান্সের মাটিতে আগামী ২৩ সেপ্টেম্বর ঘানা এবং ২৭ সেপ্টেম্বর তিউনিসিয়ার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দুটি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ তিতে।

যেখানে জায়গা হয়নি আর্সেনালের হয়ে ফর্মে থাকা গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির। তবে দলে ফিরেছেন লিভারপুল তারকা রবার্তো ফিরমিনো। তিতের দলে প্রথমবার ডাক পেয়েছেন ফ্লামেঙ্গোর স্ট্রাইকার পেদ্রো।

কোপা লিবারতোদেরাসে সর্বোচ্চ ১২ গোল করেন তিনি। আক্রমণভাগে তাকে পরীক্ষা করার জন্য দলে নেওয়া হয়েছে। এছাড়া প্রথমবার ডাক পেয়েছেন দুই ডিফেন্ডার রোজার ইবানেজ ও গ্লেইসন ব্রেমার।

গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসোন (ম্যানচেস্টার সিটি) ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গ্লেইসোন ব্রেমার (জুভেন্টাস), আলেক্স টেলেস(সেভিয়া), থিয়াগো সিলভা (চেলসি), মারকুইনহোস (পিএসজি), এদার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), রোজার ইবানেজ (রোমা)।

মিডফিল্ডার: কাসেমিরো (ম্যানইউ) ফ্রেড (ম্যানইউ), ফাবিনো (লিভারপুল), ব্রুনো গিমারেস (নিউক্যাসেল), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হাম), এভার‍তন রিবেইরো (ফ্লামেঙ্গো)।

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), রিচার্লিসন (টটেনহাম), রবার্তো ফিরমিনো (লিভারপুল), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), আন্তোনি (ম্যানইউ), কুনহা (আতলেতিকো মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), পেদ্রো (ফ্লামেঙ্গো)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *