Breaking News

আইসিসি মাস সেরার দৌড়ে কোহলি-মিলারের সঙ্গে সিকান্দার রাজাও !

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর মধ্যেই গেল অক্টোবর মাসের তিন সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। গেল অক্টোবর মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে জায়গা আছেন তিন ক্রিকেটার।

এর মধ্যে রয়েছেন ভারতের বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি গেল মাসে চার ইনিংস খেলে তিন ম্যাচেই ছড়িয়েছেন আলো।

এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের একটি ইনিংস খেলেন কোহলি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪ বলে অপরাজিত ৬২ রান করেন কোহলি।

সব মিলিয়ে অক্টোবরে ২০৫ গড়ে ২০৫ রান করেন কোহলি, স্ট্রাইক রেট ছিল ১৫০.৭৩। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে খেলা সিরিজে ৪৭ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মিলার।

এ ছাড়া ভারত সফরের ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে দুর্বার ছিলেন মিলার। সেঞ্চুরির পর লক্ষ্ণৌতে ৭৫ রানের একটি অপরাজিত ইনিংসও খেলেন তিনি। সব মিলিয়ে অক্টোবরে খেলা ৭ ম্যাচের ৬টিতেই অপরাজিত ছিলেন মিলার।

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে করেন, ৩০৩ গড়ে ৩০৩ রান। স্ট্রাইক রেট ১৪৬.৩৭। সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করা রাজাও জায়গা করে নিয়েছেন আইসিসির মাস সেরা হওয়ার দৌড়ে।

গেল মাসে বিশ্বকাপের প্রথম পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে ৮২ রানের এক ইনিংস খেলেছিলেন রাজা। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেও অবদান রাখেন রাজা। বল হাতে এক উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ২৩ বলে করেন ৪০ রান।

এরপর প্রথম পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন উইকেট নেওয়ার পাশাপাশি, পাকিস্তানকে হারানোর ম্যাচেও তিন উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন এই অলরাউন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *