Breaking News

কিংবদন্তী ক্যালিসের প্রসঙ্গ টানলেন শান্তকে বাঁচাতে ডমিঙ্গো

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের বহুল আলোচিত-সমালোচিত এক নাম নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ইনজুরির কারণে ভারত সিরিজের প্রথম ওয়ানডেতে ওপেনিংয়ে সুযোগ মেলে তার।

তবে সে সুযোগ কোথায় আর কাজে লাগালেন শান্ত! উল্টো হেলায় ভাসিয়ে শুরুতেই ফিরেছেন প্যাভিলিয়নে। সেদিন বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে ফিরে যান তিনি।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য দুই ফিফটি করে ব্যাট হাতে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন শান্ত। এরপর ওয়ানডে সিরিজে ফিরে ব্যাট হাতে আবারও মলিন এই বাঁহাতি ওপেনার।

তবে মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে এসে টাইগার হেড কোচ ব্যাট চালালেন শান্তর হয়ে। এ প্রসঙ্গে রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমি বাঁহাতি-ডানহাতি ওপেনিং জুটি পছন্দ করি।

তাকে দেখে মনে হচ্ছে সে সাদা বলের ক্রিকেটের ছন্দটা ধরতে পারছে। বিশ্বকাপে দুটি ফিফটি করেছে। আর আমি অনেক গ্রেট প্লেয়ার দেখেছি যাদের প্রথম ২০-২৫ ম্যাচ, ২০ টেস্ট ম্যাচের রেকর্ড ভালো ছিল না। জ্যাক ক্যালিসের কথাই বলি।’

ডমিঙ্গো যোগ করেন, ‘ক্যালিসের প্রথম ১২ টেস্টে মনে হয় গড় ছিল ১২। দেখুন আমরা জানি, শান্তর আরও ধারাবাহিক হওয়া উচিত।। ওয়েস্ট ইন্ডিজে তাকে কঠিন কিছু উইকেটে খেলতে হয়েছে।

সেখানেও ভালো ইনিংস খেলেছে। আর কিছু ক্রিকেটারের প্রতি আপনার ধৈর্যশীল হতে হবে। কঠিন কন্ডিশনে ১২টা ওয়ানডে ম্যাচ খুব বেশি না। তাই আমাদের ধৈর্য্য ধরতে হবে। তাদের ফর্ম খুঁজে পাওয়ার সুযোগ দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *