Breaking News

কাতার বিশ্বকাপের ড্র অনুষ্ঠিতঃ কোন দল কোন পটে?

আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২। কাতারের পাঁচ শহরের ৮ দৃষ্টিনন্দন ভেন্যুতে হবে খেলা। আজ (শুক্রবার) দোহায় বাংলাদেশ সময় রাত ১০টায় হবে কাতার বিশ্বকাপের ড্র অনুষ্ঠান।

বিশ্বকাপ ড্রয়ে কোন দল কোন পটে থাকবে, তা ঠিক হয়ে গেছে বৃহস্পতিবার। র্যাংকিংয়ের ভিত্তিতে নির্ধারিত হয়েছে চার পটের দলগুলো। ৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল নিশ্চিত হয়ে গেছে।

ড্রয়ে যে তিনটি স্লট খালি থাকবে, সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে। ইউরোপের বাকি থাকা প্লে-অফের লড়াই স্থগিত আছে ইউক্রেনের যুদ্ধের কারণে।

আগামী জুনে তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের। এ ম্যাচের জয়ী দল বিশ্বকাপের মূল পর্বে খেলার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে ওয়েলসের। আয়োজক কাতার থাকবে গ্রুপ ‘এ’-তে। গ্রুপ গুলোর বাকি সব দল চূড়ান্ত হবে ড্রয়ে।

ফিফা র্যাংকিংয়ের ওপর ভিত্তি করে দলগুলো জায়গা পেয়েছে ১ থেকে ৪ নম্বর পটে। তবে কাতার স্বাগতিক হওয়ায় তারা এমনিতেই আছে ১ নম্বর পটে। আগামী ২১ নভেম্বর মাঠে গড়াবে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ।

৩২ দলের টুর্নামেন্টটি শেষ হবে ১৮ ডিসেম্বর।

চার পটের ৩২ দল-

পট ১ঃ কাতার, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল

পট ২ঃ মেক্সিকো, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া

পট ৩ঃ সেনেগাল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তিউনিশিয়া

পট ৪ঃ ক্যামেরুন, কানাডা, ইকুয়েডর, সৌদি আরব, ঘানা, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২, ইউরো প্লে-অফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *