Breaking News

ওয়ানডেতে দারুণ ছন্দে বিজয়, সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ রক্ষা হলো না

ওয়ানডেতে দারুণ ছন্দে বিজয়, সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ রক্ষা হলো না। সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন এনামুল হক বিজয়। দেখেশুনে এগোচ্ছিলেন এই মাইলফলকের দিকে। তবে ইনিংসের ২৫তম ওভারে ঘটল ছন্দপতন। লুক জংওয়ের আউটসাইড অফের বল থার্ড ম্যানে ঠেলে দিতে গিয়ে উইকেটের পেছনে তালুবন্দি হয়ে ফিরেছেন তিনি।

ফেরার আগে ৭১ বলে ৬ চার এবং ৪ ছয়ে ৭৬ রান করেছেন তিনি। বিজয়ের আউটে ফের বিপদে পড়েছে বাংলাদেশ। ১২৪ রানে ৪ উইকেট হারানোয় বড় সংগ্রহ আপাতত বাংলাদেশের জন্য দুরাশা মনে হচ্ছে।

৪৭ রানে ৩ উইকেট খোয়ানোর পর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে চতুর্থ উইকেটে ৭৭ রানের জুটি গড়েছিলেন বিজয়। মাহমুদউল্লাহ ধীর গতিতে ব্যাট চালালেও রানের গতি সচল রেখেছিলেন এই ওপেনার।

বিজয় ফেরার পর ক্রিজে এসেছেন আফিফ হোসেন। দ্বিতীয় ওয়ানডেতে মাহমুদউল্লাহ-আফিফ মিলে পঞ্চম উইকেটে ৮১ রান তুলেছিলেন। বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে হলে তাদের দুজনকে আবারও তেমন একটি জুটি গড়ে তুলতে হবে।

হারারেতে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ৪ উইকেটে ১৫২ রান তুলেছে বাংলাদেশ।

৬০ বল থেকে ২৯ রান নিয়ে মাহমুদউল্লাহ এবং ২১ বল থেকে ১৮ রান নিয়ে ক্রিজে রয়েছেন আফিফ। ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে নামা বাংলাদেশ বুধবার (১০ আগস্ট) তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতেও টস হেরেছে।

টসজয়ী জিম্বাবুয়ের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ৮ ওভারে ৪০ রান তুলে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার তামিম-বিজয়। এরপর ৪১ থেকে ৪৭, এই ৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *