Breaking News

একই দিনে আরুও একটা খুশির খবর পেলেন ‘সাকিব’

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার  বাংলাদেশ টি-টোয়েন্টি দলের কাপ্তান সাকিব আল হাসান। সদ্য প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষ অবস্থানে ফিরেছেন তিনি।

আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবিকে পেছনে ফেলে বর্তমানে ২৪৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন সাকিব। ওয়ানডে ফরম্যাটেও অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দীর্ঘদিন ধরেই এক নম্বরে আছেন সাকিব।

তার রেটিং ৩৭২ পয়েন্ট। আর টেস্টে ৩২৮ রেটিং নিয়ে সাকিবের অবস্থান চতুর্থ। এই ফরম্যাটে সাকিবের সামনে রয়েছেন রবিন্দ্র জাদেজা (৩৮৪), বেন স্টোকস (৩৬২) ও রবিচন্দ্রন অশ্বিন (৩৩৫)।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে গত সপ্তাহের হালনাগাদে ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন আফগান কাপ্তান নবি।
বিশ্ব ক্রিকেটে লম্বা সময় তিন ফরম্যাটেই অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন সাকিব আল হাসান।

২০১৯ সালে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ায় সাকিবের সেই রাজত্বে হানা দিয়েছেন অন্যরা। তবে ধীরে ধীরে ফের শীর্ষস্থান দখলে নিচ্ছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। আইসিসির সবশেষ প্রকাশিত আপডেট অনুযায়ী,

বর্তমানে ২৪৮ রেটিং নিয়ে এক নম্বরে অবস্থান করছেন সাকিব। ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে দীর্ঘদিন ধরেই এক নম্বরে অবস্থান করছেন সাকিব। সেখানে তার রেটিং ৩৭২ পয়েন্ট।

এছাড়া টেস্টে ৩২৮ রেটিং নিয়ে সাকিবের অবস্থান চতুর্থ। এই ফরম্যাটে সাকিবের সামনে রয়েছেন রবিন্দ্র জাদেজা (৩৮৪), বেন স্টোকস (৩৬২) ও রবিচন্দ্রন অশ্বিন (৩৩৫)। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে গত সপ্তাহের আপডেটে ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন নাবি।

কিন্তু এশিয়া কাপের সুপার ফোরে ব্যর্থতার পরিচয় দেওয়ায় ৬টি রেটিং পয়েন্ট হারিয়েছেন নাবি। সেই সুযোগ ২৪৮ রেটিং নিয়ে একে উঠেছেন সাকিব। এখন নাবি ও সাকিবের মধ্যে পার্থক্য মাত্র ২ পয়েন্টের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *