Breaking News

আবারও সাকিবদের কোচ হয়ে ফিরলেন ‘চন্ডিকা হাথুরুসিংহে’

গেল বছরের ডিসেম্বর থেকেই টাইগারদের প্রধান কোচের চেয়ার ফাঁকা পড়ে রয়েছে। রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর নতুন করে কাউকে কোচের দায়িত্ব দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গুঞ্জন ছিল, চন্ডিকা হাথুরুসিংহে আবারও হতে পারেন সাকিব-তামিমদের কোচ। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্বে আসছেন তিনি।ফেব্রুয়ারিতেই যোগ দিবেন টাইগারদের কোচ হিসেবে।

চুক্তি দুই বছরের। এর আগে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) হাথুরুসিংহে তার বর্তমান কর্মস্থল নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ান। নিউ সাউথ ওয়েলসের সঙ্গে দুই মেয়াদে কাজ করেছেন হাথুরুসিংহে।

প্রথম ধাপে ২০১১-১৪ পর্যন্ত ছিলেন ক্লাবটির দায়িত্বে। এরপর ২০২০ সালে আবারও যোগ দেন সাউথ ওয়েলসে। ঘটনাচক্রে, হাথুরুসিংহে প্রথম যেবার বাংলাদেশের কোচ হয়েছিলেন,

সেবারও নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব ছেড়েই এসেছিলেন। ২০১৪ সালের মে মাসে শুরু হয় বাংলাদেশের কোচ হিসেবে তার প্রথম মেয়াদ। স্থায়ী হয়েছিলেন প্রায় ৩ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *