Breaking News

আফ্রিদিকে দানিশ কানেরিয়ার খোঁচা-‘বল টেম্পারিং করে প্রধান নির্বাচক’

সম্প্রতি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হয়েছেন শহিদ আফ্রিদি। সহনির্বাচক হিসেবে আছেন আবদুর রাজ্জাক ও রাও ইফতিখার। দায়িত্ব পেয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দলে পরিবর্তন এনেছেন।

কিন্তু পাকিস্তানের ক্রিকেটাঙ্গনের অনেকেই আফ্রিদিকে মেনে নিতে পারছেন না। তাদের একজন দানিশ কানেরিয়া।
ফিক্সিং করে নিষিদ্ধ হওয়া পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়ার সঙ্গে আফ্রিদির পুরনো শত্রুতা আছে।

সুযোগ পেলেই একে অন্যকে খোঁচা মেরে দেন। এবার আফ্রিদিকে খোঁচাতে টুইটারে একটা ছবি পোস্ট করেছেন কানেরিয়া। যাতে দেখা যাচ্ছে, আফ্রিদি দাঁত দিয়ে বলের সুতা ছিঁড়ছেন।

ক্যাপশনে ব্যাঙ্গ করে কানেরিয়া লিখেছেন, ‘প্রধান নির্বাচক। উল্লেখ্য, ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে বল টেম্পারিং করেছিলেন আফ্রিদি।

তার অপকর্ম ধরা পড়ে ক্যামেরায়। এরপর আম্পায়ার তাকে ডেকে নিয়ে বল বদলে ফেলেন। এই অপরাধে আফ্রদিইকে দুটি টি-টোয়েন্টি ম্যাচ নিষিদ্ধ করা হয়।

আফ্রিদি পরে বল টেম্পারিংয়ের কথা স্বীকার করে বলেছিলেন, ‘আমার এটা করা উচিত হয়নি। কিন্তু করে ফেলেছি। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *