Breaking News

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শান্ত ১৪ ম্যাচেও দ্বিতীয় ছক্কার দেখা পেলোনা

চলতি বছর টি-টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্ত খেলেছেন ৮ ম্যাচ। রান করেছেন ১৬২, গড় ২৩.১৪। এরমধ্যে ২ ম্যাচ খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে।

নেদারল্যান্ডসের বিপক্ষে ২০ বলে করেছিলেন ২৫ রান। আর সাউথ আফ্রিকার বিপক্ষে করেছেন ৯ বলে ৯ রান। এরমধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ।

চার-ছক্কার ক্যারিয়ারে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৩ নাম্বার ম্যাচ খেলতে নামেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে যান। আজ ১৪ নাম্বার ম্যাচ খেলতে নেমে হন বোল্ড।

নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচ খেলা শান্তর নামের পাশে তাই একটি ছক্কাই পড়ে রইলো। তবে চারের সংখ্যা বেড়েছে। আজ এক চারে এখন তার মোট চারের সংখ্যা ২৫টি।

গত ম্যাচে ডাচ পল ফন মিকেরেনের মতো নিজের প্রথম বলে উইকেট পেলেন টিম প্রিঙ্গল। বাঁহাতি এই স্পিনার আক্রমণে আসতেই তাকে সুইপ করে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন শান্ত।

স্পিনের বিপক্ষে খেলা শটে টাইমিং করতে পারেননি, ক্যাচ উঠে যায় মিডউইকেটে। তাতেই কাটা পড়েন শান্ত। আর ২০ বলে চারটি চারে ২৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *