Breaking News

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত-ধাওয়ানের বিশ্বরেকর্ড কেড়ে নিলেন ‘বাবর-রিজওয়ান’

বৃহস্পতিবার রাতে অবিশ্বাস্য এক ম্যাচ উপহার দিয়েছেন পাকিস্তানের দুই ডানহাতি ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ইংল্যান্ডের করা ১৯৯ রানের জবাবে কোনো উইকেট না হারিয়েই ২০৩ রান করে ফেলেছেন এ দুজন।

যা বিশ্বরেকর্ড। শুধু কোনো উইকেট হারিয়ে সর্বোচ্চ রান তাড়ার বিশ্বরেকর্ড নয়, তাদের এই ২০৩ রানের জুটিতে হয়েছে ভেঙেছে আরও একটি রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন কোনো জুটির সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডেও উঠে গেছে বাবর-রিজওয়ানের নাম। করাচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ৩৫ ইনিংসে বাবর-রিজওয়ানের জুটির সংগ্রহ ছিল ১৭২৬ রান।

যা ছিল তালিকার দুই নম্বরে। এই ফরম্যাটে ৫২ ইনিংসে ১৭৪৩ রান নিয়ে জুটির সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ছিল ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের দখলে।

তাদের চেয়ে ১৬ ইনিংস কম জুটি বেঁধেই রেকর্ডটি কেড়ে নিয়েছেন বাবর-রিজওয়ান। অবিশ্বাস্য ২০৩ রানের জুটির পর এ দুজনের জুটি বেঁধে ১৯২৯ রান হয়ে গেছে।

চলতি সিরিজেই হয়তো প্রথম জুটি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ২ হাজার রান করে ফেলবেন তারা। এখন আর টি-টোয়েন্টিতে দেখা যায় না শিখরকে। তাই শিখর-রোহিত জুটির পক্ষে রেকর্ড পুনরুদ্ধারের সম্ভাবনা নেই বললেই চলে।

তবে তালিকার চার নম্বরে রয়েছে লোকেশ রাহুল ও রোহিত শর্মা জুটি। তারা মাত্র ৩২ ইনিংসে যোগ করেছেন ১৬৬০ রান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের জুটি:- ১/ বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান): ৩৬ ইনিংসে ১৯২৯ রান
২/ শিখর ধাওয়ান-রোহিত শর্মা (ভারত): ৫২ ইনিংসে ১৭৪৩ রান।

৩/ কেভিন ও’ব্রায়েন-পল স্টারলিং (আয়ারল্যান্ড): ৪৯ ইনিংসে ১৭২০ রান। ৪/ লোকেশ রাহুল-রোহিত শর্মা (ভারত): ৩২ ইনিংসে ১৬৬০ রান। ৫/ কাইল কোয়েৎজার-জর্জ মুনশি (স্কটল্যান্ড): ৪৬ ইনিংসে ১৫৭৭ রান

অবশ্য সবমিলিয়ে শিখর-রোহিতের রেকর্ড ভাঙলেও উদ্বোধনী জুটির রেকর্ড এখনও বাবর-রিজওয়ানের দখলে আসেনি। ইনিংসের প্রথম উইকেটে শিখর-রোহিতের ১৭৪৩ রানই সেরা।

প্রথম উইকেটে বাবর-রিজওয়ানের সংগ্রহ ৩১ ইনিংসে ১৬২১ রান। অচিরেই এ রেকর্ডটিও হয়তো নিজেদের করে নেবেন বাবর-রিজওয়ান।

এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শতরানের জুটির রেকর্ড আগে থেকেই এ দুজনের। বৃহস্পতিবার দুজন মিলে গড়েছেন নিজেদের সপ্তম শত রানের জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *