Breaking News

ভারতের ৩ উইকেট নিয়ে দিনের প্রথম সেশনে একাই সফল ‘তাইজুল’

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশেরই বলা যায়। এই সেশনে ভারতের টপঅর্ডারের তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছে টাইগাররা। তিনটি উইকেটই দুর্দান্ত বোলিংয়ে ভারতকে চাপে রাখা তাইজুল ইসলামের।

৩৬ ওভারে ৩ উইকেটে ৮৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে ভারত। বিরাট কোহলি ১৮ আর রিশাভ পান্ত ১২ রানে অপরাজিত আছেন। ১৪১ রানে পিছিয়ে অতিথিরা।

আগের দিন শেষ বিকেলে বেশ কয়েকবার ভাগ্যগুণে বেঁচে যায় ভারত। তবে ধীরগতিতে এগিয়ে চলা ভারতের ওপেনিং জুটিটা খুব বড় হয়নি। সকাল সকালই আঘাত হেনেছেন তাইজুল ইসলাম।

তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। ইনিংসের ১৪তম ওভারে প্রথম উইকেট হারিয়েছে ভারত। ভেঙেছে ২৭ রানের উদ্বোধনী জুটি।

আম্পায়ার অবশ্য আউটটি দিতে চাননি। রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায়, বল রাহুলের (১০) মিডল অ্যান্ড লেগ স্টাম্পে আঘাত করতো। নিজের পরের ওভারে আরেকটি এলবিডব্লিউ তাইজুলের।

এবার সুইপ করতে গিয়ে বল মিস করেন শুভমান গিল (২০)। আবেদনে আঙুল তুলে দিতে দেরি করেননি আম্পায়ার। তৃতীয় উইকেটে একটি জুটি গড়ে ফেলেছিলেন চেতেশ্বর পূজারা আর বিরাট কোহলি।

৯৪ বল কাটিয়ে গড়া তাদের ৩৪ রানের জুটিটিও ভাঙেন তাইজুল, ইনিংসের ৩১তম ওভারে। তাইজুলের ডেলিভারিটি পূজারা ডিফেন্ড করতে চাইলে ব্যাট-প্যাড হয়ে সেটি চলে যায় শর্ট লেগে মুমিনুল হকের হাতে। ২৪ রান করে সাজঘরে ফেরেন পূজারা।

৭২ রানে ৩ উইকেট হারায় ভারত। এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিং বেছে নেওয়া বাংলাদেশকে ২২৭ রানে গুটিয়ে দিয়ে প্রথম দিন শেষে ৮ ওভার খেলে বিনা উইকেটে ১৯ রান তুলেছিল ভারত। লোকেশ রাহুল ৩ আর শুভমান গিল ১৪ রানে অপরাজিত ছিলেন।

তাসকিন আহমেদ ইনিংসের প্রথম ওভার শুরু করেন মেইডেন দিয়ে। দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই প্রায় উইকেটের দেখা পেতে যাচ্ছিলেন সাকিব। শুভমান গিলের ড্রাইভ একটুর জন্য পয়েন্টে ক্যাচ হয়নি।

পরের ওভারে এজ হয়ে কিপারের পাশ দিয়ে চলে যায় বল, আবার বাঁচেন গিল। সপ্তম ওভারের দ্বিতীয় বলে তাসকিনের বলে আরেকবার সুযোগ তৈরি হয়। বল ব্যাটে লেগে উইকেটের পেছনে গেছে মনে হওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ।

কিন্তু আলট্রাএজে দেখা যায় এমন কিছুই হয়নি। তার ঠিক পরের ওভারে সাকিবের এলবিডব্লিউ আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নেন রাহুল। এবারও বেঁচে যান তিনি। দেখা যায় বল স্টাম্পের ওপর দিয়ে চলে যেতো।

এভাবেই বারকয়েক ভাগ্যের সহায়তায় বেঁচে প্রথম দিন শেষ করে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *