Breaking News

আগামীকাল জিতলেই টানা দ্বিতীয়বারের মত ভারতের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজের বীরত্বে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নাটকীয় জয় পায় বাংলাদেশ। ১৩৬ রানে ৯ উইকেট হারিয়েও মিরাজের ব্যাটে বাংলাদেশ তাড়া করে ১৮৭ রানের লক্ষ্য।

তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে মুস্তাফিজের প্রথম সিরিজে জিতেছিল বাংলাদেশ।এবারও ভারতের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি।

আগামীকাল বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে ভারতীয় ওপেনার শেখর ধাওয়ান ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন, ‘এটা হবে নতুন শুরু। আমরা ম্যাচটার দিকে তাকিয়ে আছি। খুব ইতিবাচকও আছি আমরা।

কালকে ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছি। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন ম্যাচটি কঠিনই হবে, ‘আগের ম্যাচ থেকে ইতিবাচক ও নেতিবাচক দিক থেকে শিখতে হবে।

সব বিভাগেই আমাদের উন্নতি করতে হবে। কারণ জানি, ম্যাচটা কঠিন হবে। মিরপুরে প্রথম দুই ওয়ানডে খেলার পর তৃতীয় ম্যাচটি খেলতে চট্টগ্রাম যাবে দুই দল। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *