Breaking News

টি-টোয়েন্টিতে ভালো দল গঠন করতে জাতীয় লিগ শুরু  করবে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে ভালো দল গঠন করতে জাতীয় লিগ শুরু  করবে বাংলাদে।টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবার জাতীয় লিগে (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সবকিছু ঠিক থাকলে এবার ৪ দিনের খেলা শুরুর আগে টি-টোয়েন্টি ফরম্যাট আয়োজনের সিদ্ধান্ত একরকম চূড়ান্ত।

শুরুর আগে কিছু ধাপ-পর্যায় আছে। ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং, ফিটনেস টেস্ট, ব্লিপ টেস্ট হবে। সেগুলো অতিক্রমের পর বল গড়াবে ২২ গজের পিচে।

তাই প্রাথমিক প্রস্তুতি আগেভাগে শুরু হলেও এবারের জাতীয় লিগ শুরুর সম্ভাব্য তারিখ ১০ অক্টোবর। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই সময়টা এক সপ্তাহ কিংবা দিন দশেক এগিয়ে আসতে পারে।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আসর শুরুর আগে কয়েক দফা তারিখ পাল্টায় এবং বেশিরভাগ সময় শুরু হয় পিছিয়ে। সেখানে আসর এগিয়ে আসার কথা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন? অবাক হবারই কথা!

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবং ক্রিকেটাররা যাতে দেশ ছাড়ার আগে টি-টোয়েন্টি খেলে যেতে পারেন, সেই চিন্তায় এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। আজ (বুধবার) জাতীয় ক্রিকেট লিগ আয়োজন নিয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির সভা হয়েছে।

জানা গেছে, সেখানেই এমন কথা হয়েছে। আগামী ২০-২১ আগস্ট নাগাদ সব কিছু চূড়ান্ত হবে বলে সূত্র জানিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *