Breaking News

আইরিশদের হারিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে স্রেফ উড়ে গেল আয়ারল্যান্ড ক্রিকেট দল। আইরিশদের ৪২ রানে হারিয়ে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চার নম্বর থেকে দ্বিতীয় পজিশনে উঠে সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখল টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিকরা।

সোমবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। আগের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে ৫ ও ১১ রানে আউট হওয়া ডেভিড ওয়ার্নার এদিন ফেরেন ৭ বলে ৩ রান করে।

ওয়ার্নারের বিদায়ের পর তৃতীয় উইকেটে মিচেল মার্শকে সঙ্গে নিয়ে ৫২ রানের জুটি গড়েন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২২ বলে ২৮ রান করে ফেরেন মার্শ। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৯ বলে ১৩ রান করে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল।

এরপর মার্কাস স্টয়নিসকে সঙ্গে নিয়ে ৩৬ বলে ৭০ রানের জুটি গড়েন অ্যারন ফিঞ্চ। ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া ফিঞ্চ আউট হন ১৬.৫ ওভারে। তার আগে ৪৪ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৬৩ রান করেন তিনি।

ফিঞ্চ আউট হওয়ার পর বেশি সময় উইকেটে স্থায়ী হতে পারেননি স্টয়নিস। ১৯তম ওভারে তিনি ২৫ বলে ৩৫ রান করে ফেরেন। শেষদিকে ১০ বলে ১৫ রান করেন টিম ডেভিড।

অ্যারন ফিঞ্চের ফিফটি আর মার্কাস স্টয়নিসের ৩৫ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান করে অস্ট্রেলিয়া।

টার্গেট তাড়া করতে নেমে ২৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় আয়ারল্যান্ড। ষষ্ঠ উইকেটে গ্যারেথ ডেলানিকে সঙ্গে নিয়ে ৩৩ বলে ৪৩ রানের জুটি গড়েন লোরকান টাকার।

এরপর আর কেউ সেভাবে হাল ধরতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৮.১ ওভারে ১৩৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ৪২ রানের জয় পায় অসিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *