Breaking News

আইপিএলের টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাবেন ‘মুকেশ’

ছোট থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। কিন্তু ভারতের মতো দেশে অনেকগুলো ধাপ পার হয়ে জাতীয় পর্যায়ে চলে আসা সহজ বিষয় নয়। এমনকী আইপিএলে দল পাওয়াটাও কঠিন। সেই কঠিন কাজটাই সহজ হয়ে গেল মুকেশ কুমারের জীবনে।

আসন্ন আইপিএলে দল পেয়েছেন ডিসেম্বরের শুরুতে ভারতীয় ‘এ’ দলের হয়ে বাংলাদেশে খেলে যাওয়া এই ভারতীয় পেসার।
মুকেশকে সাড়ে ৫ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

২৯ বছর বয়সে এসে আইপিএলে প্রথম সুযোগেই এত দাম পাওয়া বিরাট ব্যাপার। এর আগে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে দলেও ডাক পেয়েছিলেন। কিন্তু খেলার সুযোগ পাননি।

এবার এত টাকা দিয়ে কী করবেন মুকেশ? তিনি জানালেন, অসুস্থ মায়ের চিকিৎসার জন্য তিনি অর্থ জমাবেন। মুকেশের মায়ের ফুসফুসে সংক্রমণ হয়েছে। জরুরি অস্ত্রোপচারের দরকার হলে তখন এই টাকা তিনি কাজে লাগাবেন।

মুকেশের জন্ম বিহারে। জীবিকার প্রয়োজনে ১০ বছর আগে চলে আসেন কলকাতায়। বাবা ট্যাক্সি চালাতেন আর মুকেশ থাকতেন ক্রিকেট নিয়ে। একপর্যায়ে তিনি রঞ্জি ট্রফির দলে সুযোগ পান।

এরপর জাতীয় দলে ডাক পান। এবার পেলেন আইপিএলে। কিন্তু মুকেশের বাবার এসবের কিছু দেখে যেতে পারেননি। রোগে ভুগে তিন বছর আগেই তিনি মারা যান। সেই সময় বাবার চিকিৎসায় তেমন অর্থ খরচের সুযোগ পাননি মুকেশ। তাই মায়ের জন্য জমিয়ে রাখবেন আইপিএলের টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *