যুক্তরাষ্ট্র থেকে ফিরেই অ্যান্টিগায় এককভাবে অনুশীলন শুরু সাকিবের

যুক্তরাষ্ট্রে থেকে ফিরেই অ্যান্টিগায় এককভাবে অনুশীলন শুরু সাকিবের। যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

দলে যোগ দিয়ে রোববার প্রথম অনুশীলন করেন তিনি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে যখন তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচ নিয়ে দলের সতীর্থরা ব্যস্ত তখন মাঠের সীমানার পাশেই ফিটনেস ট্রেনিংয়ে ঘাম ঝড়িয়েছেন সাকিব।

স্কিল অনুশীলন শেষে নেটে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশ দল যে মাঠে খেলছে, সেই মাঠের সীমানা ঘেঁষে ফিটনেস ট্রেনিং করছেন সাকিব।

মাটিতে বল ছুড়ে, দৌড়-ঝাঁপ করে, অন্যান্য কসরতের মাধ্যমে পুরো মাঠ রানিং করেন তিনি। স্কিল ট্রেনিং শেষে নেটে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। নেটে থ্রো ডাউন ও নেট স্পিনারদের বিপক্ষে ব্যাটিং করেন তিনি।

মোমিনুল হক টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর তৃতীয়বারের মত দায়িত্ব পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আগামী ১৬ জুন থেকে ওযেস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে অধিনায়ক হিসেবে আবারো পথচলা শুরু করবেন নতুন অধিনায়ক।

আগের দু’বারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে অধিনায়কত্ব শুরু করেছিলেন সাকিব। এর আগে ১৪ টেস্টম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন সাকিব। তার অধীনে ৩টি জয় ও ১১টি হার ছিলো বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *