Breaking News

ফাইনাল ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে ১৪ বছর পর উপমহাদেশে সিরিজ জিতল নিউজিল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতে দীর্ঘ ১৪ বছর পর উপমহাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় কিউইরা।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিবারাত্রির ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ফাখর জামানের দুর্দান্ত শতকে ৯ উইকেটে ২৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় পাকিস্তান। ১২২ বলে ১০ চার আর ১ ছক্কায় ফখর খেলেন ১০১ রানের ইনিংস।

এছাড়া মোহাম্মদ রিজওয়ান ৭৭ আর আঘা সালমানের ব্যাট থেকে আসে ৪৫ রান। নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি ৩টি ও দুটি উইকেট লাভ করেন লুকি ফার্গুসন।

২৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে  ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনের অর্ধ-শতকের পরও এক পর্যায়ে ২০৫ রানে ৬ উইকেট হারায় সফরকারীরা।

এরপর গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য ৪২ বলে ৬৩ রানের ইনিংসে ১১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড, নিশ্চিত করে সিরিজ জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *