Breaking News

পিএসএলের নিলামে সর্বোচ্চ ক্যাটাগরি মূল্যে ‘সাকিব’

আগামী ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর। বিশ্ব ক্রিকেটে অল্প সময়েই বেশ সমাদৃত হয়ে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগের আগামী আসরে দেখা যেতে পারে একঝাঁক বাংলাদেশী ক্রিকেটারকে।

পিএসএলের আসন্ন আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন ৭ টাইগার ক্রিকেটার। যেখানে পিএসএলের পরিচিত মুখ সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের সাথে রয়েছেন তরুণ লিটন দাস,

তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শেখ মেহেদী। এই সাতজনই ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন পিএসএলের প্লেয়ার ড্রাফটে। প্লেয়ার ড্রাফটে সর্বোচ্চ মূল্যের প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা

পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ছাড়াও এই ক্যাটাগরিতে আছেন আরো ৭ জন বিদেশী ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ডায়মন্ড ক্যাটাগরিতে স্থান পাওয়া ৭৬ ক্রিকেটারের মাঝে আছে বাকি ছয়জনের নাম।

আগামী বছরের ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পিএসএলের অষ্টম আসর। পর্দা নামবে ১৯ মার্চ। আর আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট।

সেখান থেকে নিজেদের পছন্দ মতো ক্রিকেটার নিয়ে দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *