Breaking News

২০২৪ কোপা আমেরিকা বসছে ‘যুক্তরাষ্ট্রে’

মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালের কোপা আমেরিকা আয়োজন করবে। এবার দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের পাশাপাশি যৌথভাবে কোপা আমেরিকা আয়োজন করবে উত্তর ও মধ্য আমেরিকা এবং

ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল নিয়ামক সংস্থা কনকাকাফ। যেখানে কনমেবল থেকে ১০টি ও কনকাকাফ অঞ্চল থেকে ৬টি দল অংশ নেবে। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে কোপা আমেরিকা।

এর আগে ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয়েছিল লাতিন আমেরিকান ফুটবলের সেরা প্রতিযোগিতা। ২০২১ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

সেটাই দেশের হয়ে মেসির প্রথম ট্রফি। তার আগে পর্যন্ত আর্জন্টিনাকে ট্রফি জেতাতে না পারার জন্য তীব্র সমালোচনার শিকার হতে হয় মেসিকে। তবে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতে সমালোচকদের মুখের মতো জবাব দিয়েছেন তিনি।

তারা আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবেন। এছাড়া কনকাকাফ ও কনমেবল একই বছর চারটি দল নিয়ে একটি ক্লাব প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে।

এই চারটি ক্লাব চলমান কনমেবল ও কনকাকাফ ক্লাব প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *