Breaking News

১৬ দিনে ৫ বার তাসকিনের বলে আউট আফগান ওপেনার ‘গুরবাজ’

ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন তাসকিন আহমেদ। এই মুহূর্তে বাংলাদেশের প্রধান পেসার তিনি। এই তাসকিনের বোলিং রহস্য কিছুতেই ভেদ করতে পারছেন না আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি

সিরিজের পর জিম আফ্রো টি-১০ লিগেও তিনি আউট হচ্ছেন তাসকিনের বলে! যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে রসালো আলোচনা। চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে তাসকিনের বলে

মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান গুরবাজ। পরে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচেই তিনি তাসকিনের বলে আউট হন। বাকি দুইবার তিনি আউট হয়েছেন জিম আফ্রো টি-১০ লিগে। সর্বশেষ গতকালও জিম আফ্রো টি-১০ টুর্নামেন্টে

তাসকিনের বলে আউট হয়েছেন এই আফগান ওপেনার। রহমানুল্লাহ গুরবাজের এই তাসকিন ভীতির রহস্য কী? এমন নয় যে, তাসকিনের কোনো বিশেষ ডেলিভারিতে বারবার আউট হচ্ছেন আফগান ওপেনার। আসল ব্যাপারটা হলো,

তাসকিনের বোলিংয়ে এখন দারুণ সব বৈচিত্র্য দেখা যায়। আর সেই বৈচিত্র্য দিয়েই তিনি গুরবাজকে বারবার বোকা বানাচ্ছেন। বাংলাদেশি পেস তারকাকে বুঝেই উঠতে পারছেন না এই মারকুটে আফগান ওপেনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *