Breaking News

ইউসুফ পাঠানকে সঙ্গ দিয়ে দারুন জয় তুলে নিয় ফাইনালে মুশফিকরা

১০ ওভার তথা, ৬০ বলের খেলা। এই ৬০ বলে একটা দল ১৪০ রান করে ফেললে প্রতিপক্ষের অবস্থা তখন কী দাঁড়ায়, একবার চিন্তা করে দেখুন! ওভার প্রতি ১৪ রান করে তোলা তো চাট্টিখানি কথা নয়। কিন্তু কথায় বলে ‘ইট মারলে পাটকেল খেতে হয়।

ডারবান কালান্দার্স ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান তুললে কি হবে, তার চেয়েও একধাপ এগিয়ে যে মুশফিকের জোহানেসবার্গ বাফেলোস! ডারবানের করা ১৪০ রানের বিশাল চ্যালেঞ্জকে বলতে গেলে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে

জোহানেসবার্গ বাফেলোস। নির্দিষ্টভাবে বললে, ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। তখনও বল বাকি ছিল ১টি। ২৬ বলে তিনি একাই খেললেন অপরাজিত ৮০ রানের ইনিংস। পঞ্চম উইকেট জুটিতে মুশফিকুর রহিমকে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন

ইউসুফ পাঠান। এর মধ্যে মুশফিকের অবদান কেবল ১০ বলে ১৪ রান। বাকি সব রানই এসেছে পাঠানের ব্যাট থেকে। অর্থ্যাৎ এক প্রান্তে শুধু দর্শক হিসেবে দাঁড়িযে দাঁড়িয়ে সাবেক ভারতীয় এই ব্যাটারের ব্যাটিং দেখলেন মুশফিক।

অবিশ্বাস্য এক জয়ই বলা যায়। তেন্দাই চাতারার পঞ্চম বলটিকেও যখন ওভার বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন ইউসুফ পাঠান, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে একপ্রকার তার কাঁধেই উঠে গেলেন মুশফিকুর রহিম। শুধু মুশফিককেই নয়,

পুরো দলকেই একার কাঁধে জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে দিলেন ইউসুফ পাঠান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ডারবান কালান্দার্সের বিপক্ষে জোহানেসবার্গ বাফেলোসের এই ম্যাচটি ছিল কোয়ালিফায়ার-১ এর খেলা।

টস জিতে জোহানেসবার্গ বাফেলোসের অধিনায়ক মোহাম্মদ হাফিজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে পাঠায় ডারবানকে। তবে আন্দ্রে ফ্লেচারের ১৪ বলে ৩৯, আসিফ আলির ১২ বলে ৩২*, নিক ওয়াশের ৯ বলে ২৪* এবং

মির্জা বেগের ১৬ বলে ২০ রানের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে ডারবান কালান্দার্স। জবাব দিতে নেমে মোহাম্মদ হাফিজ ৮ বলে ১৭, টম ব্যান্টন ৪ বলে ৪, উইল স্মিড ৯ বলে ১৬ এবং রবি বোপারা ২ বলে ১ রান করে ফিরে গেলে

জোহানেসবার্গের জয়ের স্বপ্ন বলতে গেলে শেষই হয়ে যায়। ৫.১ ওভারে ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে যখন পুরো দল ধুঁকছিল তখনই মাঠে নেমে তাণ্ডব শুরু করেন ইউসুফ পাঠান। ২৮ বলের জুটি ছিল মুশফিক আর ইউসুফের।

এই এক জুটিতে উঠলো ৮৫ রান। ইউসুফের ব্যাটিং তাণ্ডবে ফাইনালে উঠে গেলো জোহানেসবার্গ। ৫টি বাউন্ডারির সঙ্গে ৮টি ছক্কার মার মারেন ইউসুফ। মুশফিকুর রহিম মারেন ২টি বাউন্ডারি।

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় ফাইনালে সেই ডারবান কালান্দার্সেরই মুখোমুখি হবে জোহানেসবার্গ বাফেলোস। দ্বিতীয় কোয়ালিফায়ারে হারারে হ্যারিকেন্সকে হারিয়ে ফাইনালে উঠে যায় ডারবান কালান্দার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *