Breaking News

বুমরাহর জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে মোহাম্মদ সিরাজ

চোটের কারণে এশিয়া কাপে খেলা হয়নি। বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়া সিরিজে তাকে ফেরানো হয় দলে। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের শুরুতেই পিঠের চোট ফিরল যশপ্রীত বুমরাহর।

যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কাতেই পড়ে গেছে রোহিত শর্মার দল। তবে তার আগে তো দ. আফ্রিকা সিরিজ শেষ করা চাই! সেই সিরিজটা শেষ করতে বুমরাহর জায়গায় দলে ডাকা হয়েছে মোহাম্মদ সিরাজকে।

রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টির আগে সিরাজ আজ গোহাটিতে স্কোয়াডের সাথে যোগ দেবেন। ভারতের টেস্ট দলে নিয়মিত মুখ হলেও সিরাজ সর্বশেষ ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে একটি টি-টোয়েন্টিতে খেলেছিলেন।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে আবার তার জায়গা হলো টি-টোয়েন্টি সিরিজের দলে। এর আগে বুমরাহ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি।

তখন রোহিত শর্মা জানান, ছোট একটা চোট আছে ভারতীয় পেসারের। এ অবস্থায় নতুন খবর- পিঠে মারাত্মক চোট রয়েছে বুমরাহর। ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার একটি সূত্র পিটিআইকে নিশ্চিত করেছে যে চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা। তার পর আরও এক সিনিয়র ক্রিকেটারকে হারাতে বসেছে ভারত।

দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, হর্ষাল প্যাটেল, দীপক চাহার, উমেশ যাদব, শ্রেয়াস আইয়ার, শাহবাজ আহমেদ, মোহাম্মদ সিরাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *