Breaking News

১৫ কোটি রুপিতে আইপিএল নিলামে শাহিন আফ্রিদি বিক্রি হতো: অশ্বিন

এবারের এশিয়া কাপে নিজেদের বোলিং লাইনআপের সবচেয়ে বড় অস্ত্র শাহিন শাহ আফ্রিদিকে পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দল। তাকে ছাড়াই আজ রাতে ভারতের বিপক্ষে খেলতে নামবে তারা।

দলের অধিনায়ক বাবর আজম সোজাসাপটাই স্বীকার করেছেন, শাহিনের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা। ভারতের বিপক্ষে পাকিস্তানের সবশেষ লড়াইয়ে ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা ছিল শাহিনের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে শুরুর স্পেলেই দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে ফিরিয়ে ভারতের ব্যাটিং লাইনআপে কাঁপন ধরান এ তরুণ বাঁহাতি পেসার।

স্বাভাবিকভাবেই শাহিনের প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব ক্রিকেটের বিশ্লেষকরাও। এমনকি ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও প্রশংসায় ভাসিয়েছেন শাহিনকে।

তার মতে শাহিন যদি আইপিএল খেলার সুযোগ পেতেন তাহলে নিলামে অন্তত ১৪-১৫ কোটি রুপিতে বিক্রি হতেন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন পাকিস্তানের বিপক্ষে আমাদের শেষ ম্যাচে শাদাব খান ও হারিস রউফ দারুণ বোলিং করেছে।

তবে একদম শুরুতে শাহিন আফ্রিদির স্পেলই ম্যাচটা ঠিক করে দিয়েছিল। এবারের ম্যাচের আগে শাহিনের ইনজুরি তাদের জন্য বড় ধাক্কা। তিনি আরও বলেন, ‘আমি প্রায়ই ভাবি শাহিন আইপিএল খেললে কতটা রোমাঞ্চকর হতো।

দেখা যেতো, লম্বা বাঁহাতি পেসার নতুন বলে ম্যাচের গতি ঠিক করে দিচ্ছে এবং ডেথে ইয়র্কার করছে! আইপিএল নিলামে উঠলে সে হয়তো ১৪-১৫ কোটি রুপি পেয়ে যেতো।

তবে শাহিন না থাকলেও পাকিস্তানের বোলিং আক্রমণ বেশ শক্ত মনে করেন অশ্বিন, ‘সব পাকিস্তানি ফাস্ট বোলার ১৪০-১৪৫ কিমি প্রতি ঘণ্টায় বোলিং করতে পারে।

আমার মনে হয় না বিশ্ব ক্রিকেটের আর কোনো দলে এতো ফাস্ট বোলার আছে। পাকিস্তান সবসময়ই সহজাত প্রতিভার জন্ম দিয়ে থাকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *