Breaking News

১৩তম শিরোপার লড়ায়ে অনুশীলন শুরু ফুটবলের দেশ ব্রাজিলের

ফুটবলে ব্রাজিলের আধিপত্য যেন সবক্ষেত্রেই। জাতীয় দল হউক কিংবা বয়সভিত্তিক দল ব্রাজিল যেন সবার চেয়ে এগিয়ে। কাতার বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দল ব্যর্থ হলেও যুব কোপা আমেরিকাতে শিরোপা নিজেদের করে নেয় তারা।

এবার, দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। টুর্নামেন্টে শিরোপা জয়ই মূল লক্ষ্য ব্রাজিলের যুবাদের ।

১৩তম শিরোপা জয়ের লক্ষ্যে দলগত অনুশীলন শুরু করেছে ব্রাজিলের যুবারা। ৩১ মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে রয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলও। পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে তারা।

তবে, গ্রুপ পর্বে আর্জেন্টিনার যুবাদের সাথে মাঠে নামা হবে না ব্রাজিলের। টুর্নামেন্টে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল পড়েছে গ্রুপ এ’তে, যেখানে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর এবং চিলি।

গ্রুপ বি’তে রয়েছে আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, প্যারাগুয়ে এবং ভেনেজুয়েলা। ব্রাজিলের যুবারা নিজেদের প্রথম ম্যাচে ৩১ মার্চ মাঠে নামবে ইকুয়েডরের বিপক্ষে।

এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ২ এপ্রিল চিলির বিপক্ষে লড়বে তারা। ৪ এপ্রিল কলম্বিয়ার যুবাদের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ৮ এপ্রিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে লড়বে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *