Breaking News

গেইল-কোহলিকে হটিয়ে টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড বাবর আজমের

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ‘রেকর্ড বয়’ বললে ভুল হবে না। একের পর এক রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন তিনি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডকে ১২ রানে হারায় পেশোয়ার জালমি।

ওই ম্যাচেই টি-টোয়েন্টিতে নতুন এক রেকর্ড গড়েছেন বাবর আজম। বৃহস্পতিবার (১৬ মার্চ) ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পেশোয়ার জালমিকে জয় এনে দিতে ৩৯ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বার।

১০ চারে ১৬৪ স্ট্রাইকরেটে করা এ ঝড়ো ইনিংসেরর মাধ্যমে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ৯ হাজার রান পূর্ণ হয়ে গেল পাকিস্তানের অধিনায়কের। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ৯ হাজার রানের চূড়ায় চেয়ে দ্রুততম সময়ে পা রাখেন বাবর।

টি-টোয়েন্টিতে ৯ হাজার রান পূর্ণ করতে এ পাকিস্তানি ব্যাটার খেলেছেন ২৪৫ ইনিংস। বাবরের আগে দ্রুততর সময়ে টি-টোয়েন্টিতে ৯ হাজার রান পূর্ণ করার রেকর্ড ছিল ক্রিস গেইলের।

গেইল ২৪৯ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন। ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ২৭১ ইনিংসে করেন ৯ হাজার রান। দ্রুত রান করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

এছাড়া অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ টি-টোয়েন্টিতে ৯ হাজার রান পূর্ণ করতে খেলেছেন যথায়ক্রমে ২৭৩ এবং ২৮১ ইনিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *