Breaking News

১০ জনের দলকে হারাতে পারলো না পূর্ণ শক্তির বেনজেমার ‘রিয়াল’

মাদ্রিদ ডার্বি শেষ হলো ১-১ সমতায়। ম্যাচের প্রথমার্ধ ঝিমিয়ে কাটলেও দ্বিতীয়ার্ধে জেগে ওঠে দুই দল। খেলার ৬৪ মিনিটে এনজেল কোরিয়া লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় অ্যাটলেটিকো মাদ্রিদ।

দশজনের দলে পরিণত হওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। খেলার ৭৮ মিনিটে জোসে মারিয়ার গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। তারপরেই যেন মূলত খেলা শুরু হয়।

রিয়াল মাদ্রিদ একের পর আক্রমণ হানতে থাকে। কিন্তু কাঙ্ক্ষিত গোল নামক সোনার হরিণের দেখা মিলছিল না। তবে ম্যাচের ৮৫ মিনিটে আলভারো যেন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন। নিশ্চিত পরাজয়ের হাত থেকে দলকে রক্ষা করেন তিনি।

খেলায় সমতা ফিরলেও রিয়াল মাদ্রিদ মরিয়া হয়েই বাকি সময়টুকু পার করলেও গোলের দেখা আর পায় না। ফলে নির্ধারিত সময় ১-১ গোলের সমতায় শেষ হয়।

এই ড্র রিয়ালকে পিছিয়ে দিয়েছে অনেকটাই। লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ব্যবধান কমানোর সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল। ২৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫২, এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট ৫৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *