Breaking News

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ ‘পানামা’

কাতার বিশ্বকাপে রূপকথার নতুন গল্প লিখেছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর দেশকে বিশ্বজয়ের আনন্দে ভাসিয়েছেন লিওনেল মেসিরা। বিশ্বজয়ের রেশ এখনও কাটেনি, এর মধ্যেই মাঠের লড়াইয়ে নামার দিন ঘনিয়েছে আর্জেন্টিনার।

প্রতিপক্ষও চূড়ান্ত। বিশ্বকাপজয়ী মেসির আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পানামার বিপক্ষে। মার্চের শেষ সপ্তাহে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠের লড়াইয়ে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বজয়ীর বেশে প্রথম দুটি ম্যাচ তারা খেলবে দেশের মাটিতে। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে শক্তিতে বেশ পিছিয়ে থাকা পানামা ও সুরিনাম। আগামী ২৩ মার্চ বিশ্বকাপ জয়ের পর প্রথম মাঠে নামবে লিওনেল মেসির দল।

রিভার প্লেটের মাঠ এল মনুমেন্তালে মুখোমুখি হবে পানামার। পরের ম্যাচের প্রতিপক্ষ ঠিক হলেও এখনও ভেন্যু ও তারিখ চূড়ান্ত হয়নি। আর্জেন্টাইন ক্রীড়া পত্রিকা টিওয়াইসি জানিয়েছে, ফিফা র‍্যাংকিংয়ে

১৩৯ নম্বরে থাকা সুরিনামের বিপক্ষে ২৬ থেকে ২৮ মার্চের মধ্য খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচের জন্য এখনও দল দেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তাই লিওনেল মেসি ও দি মারিয়ার ভবিষ্যৎ নিয়ে কৌতুহল থেকেই গেছে।

বিশ্বকাপ জয়ী কোচ অবশ্য জাতীয় দলে খেলার বিষয়টি ছেড়ে দিয়েছেন অভিজ্ঞ দুই খেলোয়াড়ের উপরই। তবে যতক্ষণ ফিট আছেন ততক্ষণ মেসি ও দি মারিয়াকে জাতীয় দলে ডাকার কথা বলেছেন স্কালোনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *