Breaking News

শেষ বলে দুর্দান্ত জয়ে ম্যাচসেরা মোস্তাফিজ, সিরিজসেরা শান্ত

প্রথম দুই ওয়ানডেতে ছিলেন না। মোস্তাফিজুর রহমান তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলে ফিরেই দেখালেন ঝলক। শুধু দুর্দান্ত বোলিং করাই নয়, আইরিশদের বিপক্ষে রুদ্ধশ্বাস সিরিজ জয়ের ম্যাচে সেরা হয়েছেন কাটার মাস্টার।

তিন ম্যাচের সিরিজে ১৯৬ রানের সঙ্গে বল হাতে একটি উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ওয়ানডেতে ৪৪ রানের পর দ্বিতীয়টিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন শান্ত। খেলেন ১১৭ রানের ইনিংস।

তৃতীয় ওয়ানডেতে ব্যাট হাতে শুরুটা করেছিলেন দারুণ। তবে ৩২ বলে ৭ বাউন্ডারিতে ৩৫ করে থামতে হয় শান্তকে। কিন্তু শান্ত যেন থামার মানুষ নন। দুর্দান্ত কিছু ফিল্ডিংয়ের সঙ্গে বল হাতেও ঝলক দেখান শেষ ম্যাচে এসে।

ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রো দেওয়া শান্ত ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন একটি উইকেট। অন্যদিকে মোস্তাফিজ এই ম্যাচে ছিলেন দুর্দান্ত। ১০ ওভারে একটি মেইডেনসহ ৪৪ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন কাটার মাস্টার।

শেষের দিকে এসে টানা তিন ওভারে নেন তিনটি উইকেট। আইরিশদের ইনিংসে প্রথম আঘাতও হেনেছিলেন তিনি। সবমিলিয়ে ম্যাচসেরার পুরস্কার ফিজের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *