Breaking News

রোহিতের ফিফটি, বিপদ কাটিয়ে বড় রান সংগ্রহের পথে ভারত: সর্বশেষ স্কোর

রোহিত শর্মা খেলছেন ঠিক অধিনায়কের মতোই। ১২ রানে নেই ২ উইকেট। শুরুতেই বিপদে পড়েছিল ভারত। সেখান থেকে দলকে টেনে নিচ্ছেন রোহিত। তুলে নিয়েছেন ব্যক্তিগত ফিফটিও।

তাতে বিপদ কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ভারতের জন্য বলতে গেলে বাঁচামরার লড়াই। আজ (মঙ্গলবার) হারলে বিদায় বলতে গেলে নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মার দলের। যা সম্ভাবনা থাকবে কেবল কাগজে-কলমে।

এই প্রতিবেদন লেখার আগে পর্যন্ত ভারতের সংগ্রহ .১৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান।
ভারত: ১৫০/৫( ১৭.৩ ওভার )

দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টসভাগ্য সহায় হয়নি ভারতের। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

শানাকার এই সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে শুরু থেকেই ভারতকে চেপে ধরেন লঙ্কান বোলাররা। ১২ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে রোহিত শর্মার দল।

ইনিংসের দ্বিতীয় ওভারে থিকশানার ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়েছেন লোকেশ রাহুল (৬)। রিভিউ নিয়েও কাজ হয়নি। পরের ওভারেই বিরাট কোহলি ফেরেন শূন্য রানে।

দিলশান মধুশঙ্কাকে ক্রস খেলতে গিয়ে পুরো লাইন মিস করে বোল্ড হন তিনি। বিপদে পড়ে ভারত। সেই বিপদ দারুণভাবে কাটিয়ে উঠেছেন রোহিত শর্মা।

সূর্যকুমার যাদবকে নিয়ে দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েছেন ভারতীয় অধিনায়ক, ৩২ বলেই করেছেন ফিফটি। নবম ওভারেই অবশ্য ফিরতে পারতেন রোহিত।

ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এক্সট্রা কভারে হাঁকাতে গেলে বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিতে যান শানাকা। কিন্তু এক হাতে বল পেলেও লঙ্কান অধিনায়ক কঠিন সে ক্যাচ রাখতে পারেননি।

ব্যক্তিগত ৪১ রানে বেঁচে যান রোহিত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৭৯ রান। রোহিত ৫৩ আর সূর্যকুমার ১৭ রানে অপরাজিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *