Breaking News

রান করতে না পারলে সমালোচনাতো হবেই: সৌরভ গাঙ্গুলী

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান চার টেস্টের সিরিজের প্রথম দুটিতে জয় পেয়েছে স্বাগতিক ভারত। দল জয় পেলেও নাগপুর ও দিল্লি টেস্টে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি ওপেনার লোকেশ রাহুল। যে কারণে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে।

এ ব্যাপারে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেছেন, রান না করলে তো সমালোচনা হবেই। কারণ এখন ভারতীয় দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার দলে ফেরার অপেক্ষায় থাকে।

শেষ ১০টি টেস্টে ২৫ রানের গণ্ডি টপকাতে পারেননি রাহুল। শেষ ৪৭ টেস্টে ৩৫-এর কম গড় তার। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে লোকেশ রাহুল বলেছেন, যখন আপনি ভারতে রান করতে পারবেন না,

তখন আপনাকে নিয়ে তীব্র সমালোচনা হবেই। কেএল রাহুলই একা এ পরিস্থিতিতে পড়েছেন এমন নয়, অতীতেও বহু খেলোয়াড়ের সঙ্গে এমনটা ঘটেছে।

রাহুলের অফফর্ম নিয়ে ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেছেন, খেলোয়াড়দের ওপর অনেক চাপ রয়েছে। তার মধ্যেই ফোকাস এবং মনোযোগ ঠিক রাখতে হয়। টিম ম্যানেজমেন্ট মনে করে যে,

তিনি দলের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দিনের শেষে, কোচ এবং অধিনায়ক কী মনে করেন- সেটা গুরুত্বপূর্ণ। সৌরভ আরও এলেন, ও পারফর্ম করেছে কিন্তু সত্যি কথা বলতে,

আপনি ভারতের হয়ে খেলা টপঅর্ডার ব্যাটার থেকে অনেক বেশি কিছু আশা করেন। আর আপনি যদি নিজের কাজ করতে ব্যর্থ হন, স্পষ্টতই সমালোচনা হবে। আমি নিশ্চিত রাহুলের সামর্থ্য রয়েছে। তবে ওকে রান করার উপায় খুঁজে বের করতে হবে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক এই সভাপতি আরও বলেন, আমি নিশ্চিত যখন ওর সময় আসবে, নিশ্চয়ই অনেক সুযোগ পাবেন। আমি মনে করি, নির্বাচক,

অধিনায়ক এবং কোচ ওকে নিয়ে ভাবেন এবং ওকে খুব উচ্চমূল্য দেন। সে কারণে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে খেলছেন তিনি এবং ভালো পারফর্মও করেছেন। তবে বর্তমানে টিম ম্যানেজমেন্টের বার্তা সম্ভবত ওকে আরও একটু অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *