Breaking News

মেসিই বিশ্বকাপের শিরোপার দাবিদার- জার্মানির কোচ ‘হান্স ফ্লিক’

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচটি খেলতে নামছেন লিওনেল মেসি। আর সেটা হলো কাতার বিশ্বকাপের ফাইনাল। বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক মেসির হাতে শিরোপা দেখতে চান। এমনকী ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কেউ কেউ চান,

মেসি বিশ্বকাপ জিতুক। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের দারুন সমাপ্তি হোক। জার্মানির কোচ হান্স ফ্লিকের মতে, ফুটবল রোমান্টিকরা মেসির হাতেই বিশ্বকাপ চান। ৩৫ বছর বয়সে এসেও লিওনেল মেসি যে পারফরম্যান্স দেখাচ্ছেন তাতে মুগ্ধ ফ্লিক।

ক্লাব ও জাতীয় দলের হয়ে প্রায় সব শিরোপার স্বাদ পেয়েছেন মেসি। বাকি শুধু বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরা। সেই স্বপ্ন পূরণে এটাই তার শেষ সুযোগ। হান্স ফ্লিক বলেন, ‘কেউ যদি ফুটবল রোমান্টিক হয়, তাহলে সে চাইবে লিওনেল মেসি জিতুক।

কারণ মেসি গত ১০ বছরের সবচেয়ে অসাধারণ খেলোয়াড়। এই বয়সে সে এখনও নিজের মান দেখিয়ে চলেছে। এই নিয়ে টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া জার্মানির কোচ ফ্লিক ফাইনালের দুই দলকেই যোগ্য মনে করেন।

তিনি আরও বলেছেন, ‘দুই দলই ফাইনালে থাকার যোগ্য। যদিও মেসি তার শেষ বিশ্বকাপে শিরোপা পাওয়ার দাবিদার। আমি এখানে নিরপেক্ষ। অবশ্যই কিংসলে কোমান,

বাঁজামাঁ পাভার এবং লুকার মতো খেলোয়াড় যাদের আমি কোচিং করিয়েছি তাদের সঙ্গে আমার একটি বিশেষ বন্ধন আছে। দুর্ভাগ্যবশত তারা চোটাক্রান্ত। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *