Breaking News

ভারতের বিপক্ষে আফগানিস্তানের চ্যালেঞ্জিং পুঁজি

বাংলাদেশের কাছে শোচনীয় হারের স্মৃতি নিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। এদিনও (বুধবার) হাশমতউল্লাহ শহিদীর দলের শুরুটা ভালো ছিল না। এরপর অধিনায়ক শহিদী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের

দারুণ এক জুটিতে ঘুরে দাঁড়ায় আফগানরা। তবে শেষদিকে দ্রুত উইকেটের পতন তাদের বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ায়। জসপ্রীত বুমরাহ’র বোলিং তোপে নির্ধারিত ওভার শেষে আফগানিস্তান ৮ উইকেটে ২৭২ রান সংগ্রহ করেছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে এক জয়ে ঘরের মাঠে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ভারত। অজিদের মাত্র ১৯৯ রানে আটকে দিয়ে ভারত জিতেছিল ৬ উইকেটের বড় ব্যবধানে। এমন সুখস্মৃতির অভিজ্ঞতা নেওয়া ভারতকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে

আজ টস জিতে আগে ফিল্ডিংয়ে পাঠায় আফগানিস্তান। হয়তো তাদের লক্ষ্য ছিল— বড় সংগ্রহ নিয়ে ভারতকে তাদের বোলিং ফাঁদে আটকে ফেলা! ব্যাট করতে নেমে দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ভালোই শুরু

করেছিলেন। তবে প্রথম পাওয়ার-প্লে শেষ হওয়ার আগেই ভেঙে যায় তাদের উদ্বোধনী জুটি। সপ্তম ওভারের চতুর্থ বলে জসপ্রীত বুমরাহকে খোঁচা দিতে যান ইব্রাহিম। তার আউটসাইড এজ হওয়া বল ক্যাচ ধরেছেন

ভারতীয় উইকেটরক্ষক লোকেশ রাহুল। ৪টি চারের বাউন্ডারিতে এই ওপেনার ২২ রান (২৮ বল) করেন। এরপর ক্রিজে আসা রহমত শাহকে নিয়ে জুটি বড় গড়ার ইঙ্গিত দিয়েছিলেন গুরবাজ।

তবে এই উইকেটরক্ষক ব্যাটার তার ইনিংসটি লম্বা করতে পারেননি। ১৩ তম ওভারের চতুর্থ বলে হার্দিক পান্ডিয়াকে পুল করেন গুরবাজ। ডিপ ফাইন লেগে দাড়িয়ে থাকা শার্দুল ঠাকুর প্রথমে ছয় বাঁচান, বাউন্ডারি লাইন ছাড়িয়ে যাওয়ার আগে বলটি তিনি

উপরের দিকে ছুড়ে দেন। এরপর সেটি আবার ক্যাচ বানিয়ে নেন শার্দুল। ৩ চার ও ১ ছক্কায় গুরবাজ করেন ২১ রান (২৮ বল)। দ্বিতীয় উইকেটে গুরবাজ-রহমতের জুটি ছিল ৩৭ বলে ৩১ রানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *