Breaking News

ভারতের কি ভিটামিনের অভাব আছে মন্তব্য পাকিস্থানের সাবেক অধিনায়ক সালমান বাটের

ভারতের কি ভিটামিনের অভাব আছে মন্তব্য পাকিস্থানের সাবেক অধিনায়ক সালমান বাটের। আর দিন দশেক পরই এশিয়া কাপের মঞ্চে দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ। ২৭ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ। পরের দিনই দেখা যাবে ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই।

কাকতালীয়ভাবে যে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে এশিয়া কাপে এবারের ভারত বনাম পাকিস্তান মহারণ সেই ভেন্যুতেই পাকিস্তানের কাছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটে হেরেছিল‌ ভারতীয় দল। ওই ম্যাচ নিয়ে এবার সালমান বাট মন্তব্য করেন ভারতের কি ভিটামিনের অভাব আছে?’

সাবেক পাকিস্তানি ওপেনারের ইউটিউব চ্যানেলে তাকে প্রশ্ন করা হয়েছিল ভারত কি এবার এশিয়া কাপ জিততে পারে। তার উত্তরে মজার ছলে সালমান বলেন তাদের কি ভিটামিনের অভাব আছে নাকি? নিশ্চয়ই তারা এবারের এশিয়া কাপে জিততেই পারে।

যেকোনো দলই শিরোপা জিততে পারে। সত্যি বলতে ভারত এই মুহূর্তে ভালো খেলছে। তাদের হাতে অনেক ক্রিকেটার। সবার আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা আছে। সে কারণেই তাদের ফেভারিট হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের এশিয়া কাপ জয়ের সম্ভাবনা নিয়ে সালমান বাকিদেরও প্রশংসা করেন। তিনি বলেন সবাই জানে নিজেদের দিনে পাকিস্তান কতটা ভয়ংকর। যেকোনো দলকে তারা হারাতে পারে।

টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা ফরম্যাট যেখানে একটা ভালো পার্টনারশিপ আপনার ম্যাচের ভাগ্যটাই বদলে দিতে পারে। সেই দিনের ওপর সব কিছু নির্ভর করছে। আফগানিস্তান টুর্নামেন্টের অন্যতম ডার্ক হর্স।

সালমানের চোখে বাংলাদেশও টি-টোয়েন্টিতে খারাপ নয় বাংলাদেশও মাঝেমধ্যে বেশ ভালো ক্রিকেট খেলে। তবে কোনো কোনো সময় তারা খারাপও খেলে। পাকিস্তানে ভারতের মতো বিপুল ক্রিকেটারদের ভাণ্ডার নেই, যাদের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা আছে।

ফলে আমাদেরকে নিজেদের সিস্টেমের ওপর বিশ্বাস করতে হয়। ফলে আমরা বাবর, রিজওয়ান, শাহিন, ফখরদের মতো ক্রিকেটারদের বিশ্রামও দিতে পারি না। কারণ আমাদের সেই আত্মবিশ্বাসটাই নেই। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *