Breaking News

ব্যর্থতায় আটকে গেছেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান ‘লিটন’

ক্রিকেটের তিন সংস্করণে সর্বশেষ বছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন লিটন দাস। তবে চলতি বছরে ব্যাট হাতে আবারো নিজেকে হারিয়ে খুঁজছেন যেন। ওয়ানডে বিশ্বকাপের বছরে এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন টাইগার

উইকেটকিপার এই ব্যাটার। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষে লঙ্কা প্রিমিয়ার লিগের মাঝপথে সাকিবের দল গল টাইটান্সে যোগ দিয়েছেন লিটন। দুটি টুর্নামেন্টেই চূড়ান্ত ব্যর্থ টাইগার তারকা এই ব্যাটার।

এলপিএলে নিজের অভিষেক ম্যাচে ডাম্বুলা অরার বিপক্ষে ৪ বল খেলে মাত্র ১ রান করেই সাজঘরে ফিরেছিলেন। আজ কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে নেমে ৭ বলে একটি চারের সাহায্যে ৮ রান করে সাজঘরে ফিরেছেন।

গ্লোবাল টি-টোয়েন্টি ও এলপিএল মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচে মাত্র একটি ফিফটি আছে লিটন দাসের নামের পাশে। বাকি ম্যাচগুলোতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১০, ১২, ১৬, ২০,২৫ ঘুরেফিরে

এই সংখ্যাগুলোতেই আটকে গেছেন লিটন। এদিকে, আসন্ন এশিয়া কাপ ঘিরে মিরপুরে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। এলপিএলের কারণে দলের সঙ্গে নেই অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন দাস।

আসন্ন এশিয়া কাপের কিছু ম্যাচ শ্রীলঙ্কায় থাকায় চলমান টুর্নামেন্টটি টাইগার এই দুই ক্রিকেটারের জন্য কন্ডিশন বুঝতে সুবিধা হওয়ারই কথা। তবে সুদূড় কানাডা থেকে শ্রীলঙ্কা, লিটনের ব্যাট হাসছে না কোথাও।

অবশ্য নিজের ফর্ম নিয়ে খুব বেশি যে চিন্তিত নন সেটি সর্বশেষ আফগানিস্তান সিরিজেই জানিয়েছিলেন লিটন। সেসময় তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘ফর্ম আসবে-যাবে, এটা এমন কোনো কিছু নয়।

তিন ফরম্যাট খেলছি, একটি ফরম্যাট খারাপ যেতেই পারে। আমার কাছে মনে হয় না… বাড়তি কোনো চাপ নেই। আমি সাধারণভাবেই আমার ক্রিকেট নিয়ে চিন্তা করছি, কীভাবে আরও ভালো করা যায়, চেষ্টা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *