Breaking News

বেনজেমার বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদে আর্জেন্টাইন ‘মার্টিনেজ’

চলতি মৌসুমে ঘন ঘন ইনজুরিতে পড়ছেন তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। এছাড়া আসন্ন গ্রীষ্মে তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে রিয়াল মাদ্রিদের। ফলে একজন নতুন স্ট্রাইকার খুঁজছে লস ব্লাঙ্কোজরা।

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বেনজেমার বিকল্প হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকার লাওতারো মার্টিনেজের দিকে নজর রাখছে রিয়াল।

ইতোমধ্যে ট্রান্সফার উইন্ডো শুরু হয়েছে। এসময়ে তাকে কিনতে চাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে চাউর হয়েছে, এজন্য মোটা অংকের অর্থও গুনতে প্রস্তুত তারা।

ফুটবল বিষয়ক প্রভাবশালী সংবাদমাধ্যম ক্যালসিওমারকাতোওয়েবের তথ্য অনুযায়ী, বিষয়টি টের পেয়েছে ইন্টার মিলানও। পরিপ্রেক্ষিতে নিজেদের ফুটবলারের চড়া দাম হেঁকেছে তারা।

মার্টিনেজকে পেতে হলে ৮০ মিলিয়ন ইউরো গুনতে হবে রিয়ালকে। ইতোমধ্যে তাদের সেই আভাস দিয়েছে ইতালির ক্লাবটি।ইন্টার ও আর্জেন্টিনার হয়ে দারুণ ফর্ম নিয়ে কাতার বিশ্বকাপের পা রাখেন মার্টিনেজ।

শুরুর দিকে মূল একাদশেও ছিলেন তিনি। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি। ফলে তার পরিবর্তে সুযোগ পান জুলিয়ান আলভারেজ। সেই সুযোগের সদ্ব্যবহার করে তারকা বনে যান তিনি।

তবে মার্টিনেজের ওপর এখনও আস্থা রাখছে আর্জেন্টিনা। সেই পথে রয়েছে ইন্টারও। স্বাভাবিকভাবেই সহসা তাকে ছাড়তে চায় না তারা। সঙ্গত কারণেই তার আকাশচুম্বী দাম হেঁকেছে সিরি আ ক্লাবটি বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *