Breaking News

বৃষ্টিতে খেলা না হলে ১৭ রানে জিতবে বাংলাদেশ!

বড় লক্ষ্যতাড়ায় শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। লিটন দাশের ধারালো ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারেই ৬০ রান তুলেছে সাকিব আল হাসানের দল। নাজমুল হোসেন শান্ত কিছুটা ধীর ব্যাটিং করলেও এখনো কোনো উইকেট হারায়নি টাইগাররা।

১৮৫ রানের লক্ষ্যতাড়ায় সপ্তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এখন কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান। এর মধ্যে অ্যাডিলেডের মাঠে নেমে এসেছে বৃষ্টি। তাতে খেলা আপাতত বন্ধ রয়েছে।

বৃষ্টি যদি এভাবেই চলতে থাকে এবং খেলা মাঠে না গড়ায় তাহলে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে জিতে যাবে বাংলাদেশ। এই মুহূর্তে বৃষ্টি আইনে ভারতের চেয়ে ১৭ রানে এগিয়ে বাংলাদেশ।

এর আগে কিপটে বোলিংয়ে শুরুটা ভালো করলেও রানের লাগাম ধরে রাখতে পারেননি বাংলাদেশের বোলাররা। মিডল ওভারে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিতটা গড়ে নিয়েছে ভারত।

শেষদিকে রানের গতি কিছুটা কমলেও বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে লিটন ঝড়ের মুখে পড়ে ভারতীয় বোলাররা।

বুমরাহ-শামিদের ধারালো পেস আক্রমণকে একরকম পাত্তাই দেননি টাইগারদের এই ওপেনার। ২১ বলে অর্ধশতক তুলে নেওয়ার পর এখন ২৬ বলে ৫৯ রানে অপরাজিত আছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *