Breaking News

বিসিবির সভাপতি হিসেবে মাশরাফিকে দেখতে চান বাবা ‘গোলাম মর্তুজা’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সমালোচনার অভাব নেই। দেশের ক্রিকেট কাঠামোতেই তো হাজারো ত্রুটি, তার ওপর চলতি বিপিএলে নানা অসংগতি বোর্ডের ভাবমূর্তি আরো মলিন করে দিয়েছে।

ক্রিকেটপ্রেমীরা দাবি তুলছেন, সাবেক ক্রিকেটারদের কাউকে বিসিবির সভাপতি করার। যাদের মাঝে শীর্ষে আছেন মাশরাফি বিন মর্তুজা। ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত সাবেক অধিনায়কের বাবা গোলাম মর্তুজা মনে করেন,

তার ছেলে বিসিবিতে এলে ভালো করতে পারবেন। মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফির ক্যারিয়ার নিয়ে তার বাবা বলেন, ‘আপনারা তো জানেন মাশরাফির পায়ের কী অবস্থা। এভাবে তো বল করা সম্ভব না।

আজও মাঠে দেখছি, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এভাবে আর কত দিন সম্ভব? আমি মনে করি, (ক্যারিয়ার) শেষ হওয়া উচিত। খুঁড়িয়ে খুঁড়িয়ে আর কত দিন খেলবে?’ তবে অবসর নিয়ে ছেলের সাথে কোনো কথা হয়নি বলে জানান তিনি,

‘এ নিয়ে ওর সাথে আমার কথা হয়নি। কারণ আমি জানি, কোনটা কখন সম্ভব আর কখন সম্ভব না, সেটা সে ভালো করেই বোঝে। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাশরাফি সফলতম। বিপিএলেও তিনি সর্বোচ্চ সংখ্যক শিরোপাজয়ী অধিনায়ক।

তার মাঝে সহজাত নেতৃত্বগুণ আছে। তাই অনেক দিন ধরেই দেশের ক্রিকেটাঙ্গনে দাবি―মাশরাফিকে ক্রিকেট বোর্ডের দায়িত্বে আনা। অনেকে তো তাকে বিসিবির সভাপতি হিসেবেও দেখতে চান।

মাশরাফির বাবাও মনে করেন, ছেলে বিসিবির দায়িত্বে ভালো করতে পারবে, ‘আমরা তো চাই, সে যেটা ভালো জানে, ভালো পারে সেটা করুক। বিসিবিতে কাজ করতে পারলে সে ভালো করতে পারবে―এটা আমি বিশ্বাস করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *