Breaking News

আইএফএফএইচএস’র বর্ষসেরা একাদশে মেসি-এমবাপ্পে, জাইগা হয়নি ব্রাজিলিয়ান খেলোয়াড়দের

২০২২ সালের বর্ষসেরা ফুটবল একাদশ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি এন্ড স্টাটিসটিকস (আইএফএফএইচএস)। যেখানে, মেসি-এমবাপ্পেরা সুযোগ পেলেও জায়গা পায়নি কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড়।

বর্ষসেরা খেলোয়াড় এবং বর্ষসেরা প্লেমেকার খেতাব পাওয়ার পর এবার সেরা একাদশেও সুযোগ পান লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হারার পর আসর থেকে ছিটকে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে তেমন কোনো পারফরমেন্স করতে না পারার কারণেই হয়তো এই একাদশে সুযোগ পায়নি সেলেসাওরা। আইএফএফএইচএস’র বর্ষসেরা একাদশে সর্বোচ্চ ২ জন করে ফ্রান্স,

ক্রোয়েশিয়া এবং বেলজিয়ামের খেলোয়াড়রা সুযোগ পান। এছাড়াও ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত খেলতে থাকা গোলমেশিন খ্যাত নরওয়ের আর্লিং হাল্যান্ড সুযোগ পেয়েছেন।

একমাত্র আর্জেন্টাইন হিসেবে এই একাদশে সুযোগ পান ফুটবল মহাতারকা লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কোর আশরাফ হাকিমি সুযোগ পেয়েছেন। একাদশের বাকি দুই খেলোয়াড় হচ্ছেন কানাডার আলফানসো ডেভিস ও নেদারল্যান্ডসের ভ্যান ডাইক।

আইএফএফএইচএস’র বর্ষসেরা একাদশ:
১, থিবো কর্তোয়া (গোলরক্ষক) বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ
২, আশরাফ হাকিমি (ডিফেন্ডার) মরক্কো/পিএসজি
৩, ভ্যান ডাইক (ডিফেন্ডার) নেদারল্যান্ডস/লিভারপুল
৪, জিভারদিওল (ডিফেন্ডার) ক্রোয়েশিয়া/আরবি লাইপজিগ

৫, আলফানসো ডেভিস (ডিফেন্ডার) কানাডা/বায়ার্ন মিউনিখ
৬, কেভিন ডি ব্রুইনা (মিডফিল্ডার) বেলজিয়াম/ম্যানচেষ্টার সিটি
৭, লুকা মদ্রিচ (মিডফিল্ডার) ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ
৮, লিওনেল মেসি (ফরোয়ার্ড) আর্জেন্টিনা/পিএসজি
৯, কিলিয়ান এমবাপ্পে (ফরোয়ার্ড) ফ্রান্স/পিএসজি
১০, করিম বেনজেমা (স্ট্রাইকার) ফ্রান্স/রিয়াল মাদ্রিদ
১১, আর্লিং হাল্যান্ড (স্ট্রাইকার) নরওয়ে/ম্যানচেষ্টার সিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *