Breaking News

বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ সম্ভাব্য একাদশ

সিডনির উইকেট কিছুটা স্পিন সহায়ক হয়। যদিও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি হবে ফ্রেশ উইকেটে। পিচ রিপোর্ট অনুযায়ী, সামান্য ঘাস আছে। প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি তাই পেস বোলিং দিয়ে বাংলাদেশকে আক্রমণের কথা বলেছেন।

এনগিডি যা-ই বলুক, উইকেট-কন্ডিশন বুঝেই একাদশ সাজাবে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। ওই চিন্তায় বাঁ-হাতি লেগ স্পিনার তাবরেজ শামসি একাদশে ঢুকতে পারেন।

সেক্ষেত্রে বাদ দেওয়া হতে পারে চার পেসারের একজনকে। দলটির সবচেয়ে গতিময় এনরিক নরকিয়ার বেঞ্চে বসার সম্ভাবনাই বেশি। সাকিব জানিয়েছেন, সিডনিতে স্পিনাররা কিছুটা সুবিধা পান।

কন্ডিশন বুঝে একাদশে পরিবর্তন আনার জন্য উন্মুক্ত তারা। সেক্ষেত্রে স্পিনার মেহেদি মিরাজ একাদশে ঢুকতে পারেন। কারণ প্রোটিয়া শিবিরের মূল পাঁচ ব্যাটারের তিনজন বাঁ-হাতি।

সেক্ষেত্রে ওপেনিংয়ের সৌম্য কিংবা মিডলের ইয়াসির রাব্বি বাদ পড়তে পারেন। আবার স্পিন উইকেটের সুবিধা পার্ট টাইম মোসাদ্দেক হোসেনকে দিয়েও সারতে পারে টিম ম্যানেজমেন্ট।

সব মিলিয়ে একাদশে পরিবর্তনের একটা আভাস আছেই। মিরাজ একাদশে ঢুকলে টপে নাকি লোয়ারে ব্যাটিং করবেন সেটাও দেখার বিষয় হবে। অস্ট্রেলিয়ায় শীত চললেও ম্যাচে বৃষ্টি নিয়মিত বিঘ্ন ঘটাচ্ছে।

বুধবার মেলবোর্নের দুটি ম্যাচেই বৃষ্টি হানা দিয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচ ভেসে গেছে। পূর্বাভাস অনুযায়ী, সিডনির সকাল রৌদ্রোজ্জ্বল হবে।

তবে বিকেলে বৃষ্টি হতে পারে। উইকেটে বড় রান হওয়ার সম্ভাবনা জোরালো।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *