Breaking News

বাবা ব্রাজিলে পরিচ্ছন্নতাকর্মী, ছেলে ভাঙলেন ফুটবলের ১০৬ বছরের রেকর্ড!

ছেলে ফুটবলে সফলতা পাওয়ার আগে বাবা ডগলাস সুসা ছিলেন বেকার। ছেলে ক্লাবে সুযোগ পাওয়ার পর ব্যবস্থা হলো তার চাকরিরও, পরিচ্ছন্নতাকর্মী হিসেবে। সেই ডগলাসের ছেলেই এবার ভাঙল ক্লাবের ১০৬ বছরের পুরোনো রেকর্ড।

১৬ বছর বয়সে ক্লাবটির কনিষ্ঠতম গোলদাতা হয়েছেন এনদ্রিক ফেলিপে। ১৬ বছর বয়সী এই স্ট্রাইকার খেলছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে। তবে এখনই তাকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে ইউরোপীয় ক্লাবগুলোতে।

গত জুলাইয়ে ব্রাজিলিয়ান ক্লাবটির সবচেয়ে কম বয়সী হিসেবে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ফেলিপে। যোগদানের তিন মাসের মধ্যেই অনন্য এ কীর্তিও গড়ে ফেললেন।

পালমেইরাসের ফুটবল ইতিহাস অনুযায়ী, ১৯১৬ সালে ১৬ বছর ১১ মাস ১৪ দিন বয়সে ক্লাবটির হয়ে গোল করেছিলেন হেইটর। দীর্ঘ ১০৬ বছর ধরে সেই রেকর্ডটি ভাঙতে পারেননি ক্লাবের কোনো খেলোয়াড়।

গতকাল হেইটরের সেই রেকর্ডটি ভেঙে দিয়েছেন ফেলিপে। ব্রাজিলের লিগ ব্রাজিলেইরাওয়ে-তে মঙ্গলবার পালমেইরাসের ম্যাচটি ছিল অ্যাথলেটিকো প্যারানায়েন্সের বিপক্ষে।

শুরুর একাদশে জায়গা না পাওয়া ফিলিপকে বদলি নামানো হয় ম্যাচের ৫৯ তম মিনিটে। মাঠে নামার ১০ মিনিট পরই হেডে রেকর্ড গড়া গোলটি করেন তিনি। পালমেইরাসে অভিষেকের পর এটিই ছিল ফেলিপের পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল।

১১ বছর বয়স থেকে প্রায় ৫ বছর ক্লাবটির বয়সভিত্তিক দলে ছিলেন। তখন ১৬৯ ম্যাচে করেছেন ১৬৫ গোল। এ বছর সাও পাওলো যুব ফুটবল কাপে অংশ নিয়ে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

এমন পারফরম্যান্সে ইউরোপীয় ক্লাবগুলোর নজরে আসেন ফিলিপে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ, পিএসজি, বার্সেলোনাসহ বেশ কয়েকটি ইউরোপীয় ক্লাব তার দিকে নজর রাখছে ফিলিপের দিকে।

এরই মধ্যে পিএসজি ২০ মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়ে ফেলেছে ব্রাজিলিয়ান এ কিশোরকে। তবে ২০০৬ সালের ২১ জুলাই জন্ম নেওয়া ফিলিপে এখনই কোনো ইউরোপিয়ান ক্লাবে চুক্তিবদ্ধ হতে পারবে্ন না।

১৮ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তাকে খেলতে হবে ব্রাজিলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *