Breaking News

বর্তমান পাকিস্তানের বিপক্ষে খেলা প্রচন্ড চাপের: রোহিত শর্মা

ভারতের অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে প্রচন্ড চাপ অনুভব করছেন। তবে চাপ এড়িয়ে নিজেদের স্বাভাবিক খেলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এশিয়া কাপ শুরু হতে মাঝে কেবল আর মাত্র একটি সপ্তাহ বাকি। তারপরই এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে নামবে ছয় দল।

তবে সব ছাপিয়ে বেশিরভাগ ক্রিকেটপ্রেমীর আগ্রহ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ‘ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিকেই। একই গ্রুপের প্রতিপক্ষ হওয়ায় টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনেই মাঠে নামছেন রোহিত শর্মা ও বাবর আজমরা।

ম্যাচটি ঘিরে ভক্ত থেকে শুরু করে ক্রিকেটারদের মাঝেও প্রচন্ড উত্তেজেনার আবহ ছড়িয়ে পড়েছে। ভারতের অধিনায়ক রোহিত পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে প্রচন্ড চাপ অনুভব করছেন।

তবে চাপ এড়িয়ে নিজেদের স্বাভাবিক খেলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আগামী ২৮ আগস্ট দুবাইয়ে ভারত-পাকিস্তান মহারণ শুরু হবে। সেই মহারণ নিয়ে আলোচনার ডালপালা মেলেছে চারদিকে। বাদ যাচ্ছেন না ক্রিকেটাররাও।

স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে ভারতের অধিনায়ক রোহিত বলেন সবাই খেলা দেখা বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ। কোন সন্দেহ নেই, এটা প্রচন্ড চাপের একটি ম্যাচ।

পাকিস্তান ছাড়াও গ্রপ-এ তে ভারতের আরেক প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে প্রচন্ড চাপ অনুভব করলেও স্বাভাবিক থাকার চেষ্টা করছেন রোহিত। সামগ্রিকভাবে গ্রুপের দুই প্রতিপক্ষকে নিয়ে ছক কষছেন তিনি।

রোহিত বলছিলেন গ্রুপে আমরা একটা স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে চাই। এই ম্যাচ (ভারত-পাকিস্তান ম্যাচ) নিয়ে নিজেদের মাঝে অতিরিক্ত চাপ তৈরি করতে চাই না। আমাদের কাছে এটা কেবলই ক্রিকেটের আরও একটি ম্যাচ।

রাহুল ভাই (রাহুল দ্রাবিড়) ও আমার জন্য খেলোয়াড়দের এটা বলা গুরুত্বপূর্ণ যে, তারা (পাকিস্তান) কেবলই আরও একটি প্রতিপক্ষ। উল্লেখ্য গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও এবার এশিয়া কাপে আরও দুইবার ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াই দেখার সুযোগ পেতে পারেন ভক্তরা।

গ্রুপের অপর দলটি বাছাইপর্ব পেরিয়ে আসা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হওয়ায় ভারত ও পাকিস্তান দুই দলেরই সুপার ফোরে জায়গা করে নেওয়ার সম্ভাবনাই খুবই বেশি।

এছাড়া এই দুই দল ফাইনালে চলে গেলে এবারের এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঝে মোট তিনটি ম্যাচ দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। তাইতো এশিয়া কাপে রোহিতের চাপ অনুভবের মাত্রা ক্রমান্বয়ে বেড়ে চলার শঙ্কাই বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *